জগদ্ধাত্রীর শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা। জেনারেটরে চুল জরিয়ে মৃত্যু হল গৃহবধুর! ছেলেকে নিয়ে স্বামীর ইঞ্জিন ভ্যানে বসে শোভাযাত্রায় যাছিলেন চন্ডীতলা ব্রাহ্মণডাঙার উজ্জ্বলা সাঁতরা(৩০)।
মঙ্গলবার রাতে চন্ডীলতার কলাছড়ায় জগদ্ধাত্রী প্রতিমার শোভাযাত্রা চলছিল। একটি প্রতিমা ধর্মতলার দিক থেকে পালপাড়ার দিকে যাচ্ছিল। সেই শোভাযাত্রায় আট বছরের মেয়ে দুই বছরের ছেলেকে নিয়ে হাঁটছিলেন উজ্জ্বলা সাঁতরা। অনেকটা পথ হাঁটতে অসুবিধা হওয়ায় স্বামী ঝন্টু সাঁতরার ইঞ্জিন ভ্যানে উঠে বসেন। সেই ভ্যানে ছিল জেনারেটর। উজ্জ্বলার খোলা চুল হঠাৎ করে জেনেরেটরে জরিয়ে যায়। মাথার খুলি উড়ে যায়, ধপ করে নিচে পড়ে যান। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানিয়ে দেয় মৃত্যু হয়েছে আগেই। বুধবার শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়।
মৃতার স্বামী এই ঘটনায় মানসিক ভাবে ভেঙে পরেছেন। চন্ডীতলায় থানায় এসে কাঁদতে কাঁদতে বলেন, ছোটো ছেলেকে নিয়ে হাঁটতে পারছিল না আমিই বললাম ভ্যানে উঠতে। সেই ভ্যানেই এভাবে মৃত্যু হল উজ্জ্বলার।
Hooghly Jagatdhatri Immersion
জগদ্ধাত্রীর শোভাযাত্রায় জেনারেটরে চুল জড়িয়ে করুণ মৃত্যু গৃহবধুর
×
Comments :0