Body Recovered

ঘর থেকে গৃহবধূর রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য শ্যামপুরে

জেলা

বন্ধ ঘরের ভেতর থেকে এক গৃহবধূর রক্তাত্ব মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শ্যামপুর থানা এলাকার খাড়ুববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই মৃত গৃহবধূ স্বামী পলাতক। 
জানা গেছে, মৃত গৃহবধূর স্বামী পেশায় জরি শ্রমিক। তার দুই ছেলে ও তিন মেয়ে। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। বাকি দুই ছেলে কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। বড় ছেলে থাকে বিহারে ও ছোট ছেলে থাকে ব্যাঙ্গালোরে। গৃহবধূর স্বামীও কদিন আগে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেছিলেন। তার দুই ছেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরে আবার কর্মস্থলে ফিরে যায়। বড় ছেলে গত শনিবার কাজের জন্য বিহার চলে যায়। বাড়িতে শুধুমাত্র ছিলের নিহত গৃহবধূ ও তাঁর স্বামী। মঙ্গলবার সকাল থেকে ফোনে পাচ্ছিল না মৃতের মেয়ে ও জামাই। এক প্রতিবেশীর কাছ থেকে শ্বাশুড়ির খোঁজ নিতে বলেন। এরপর প্রতিবেশীরা মৃতের বাড়ির কাছে গেলে পচা দুর্গন্ধ পেতে থাকে। প্রতিবেশীদের সন্দেহ হয়। বাড়ির দরজা খুলে ঘরের ভেতরে ঢুকলে গৃহবধূকে রক্তাক্ত ও মিত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আছে শ্যামপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে উলুবেড়িয়ার শরৎচন্দ্র গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। পুলিশ ও গ্রামবাসীদের অনুমান, স্ত্রীকে খুন করে গা ঢাকা দিয়েছে তাঁর স্বামী। তাদের বক্তব্য হয়তো দু’দিন আগেই খুন করে বাড়িতে ফেলে রেখে চলে গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment