তাপপ্রবাহের মতো পরিস্থিতি ২২ এপ্রিল পর্যন্ত থাকবে দক্ষিণবঙ্গে। দুপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খোলা জায়গায় কাজ যতটা সম্ভব কম করতে পরামর্শ দিচ্ছে আবহাওয়া বিভাগ।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কেবল দিন নয়, রাতেও গরম বাতাস থেকে রেহাই মিলছে না। দিনের বেলায় চড়া রোদে কাজ করতে হচ্ছে। আবহাওয়া বিভাগ পরামর্শ দিলেও বহু অংশের পক্ষে, কাজের কারণে, দুপুরে ঢাকা জায়গায় থাকা সম্ভব হচ্ছে না। বাতাসে গরমের হল্কা থাকলেও বেরতে হচ্ছে কাজে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী ২২ এপ্রিল পর্যন্ত শুষ্ক গরম আবহাোয়া থাকবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে আগামী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়বে।
কলকাতায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আগামী চব্বিশ ঘন্টায় সর্বো্চ ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অনুমান করা হয়েছে।
HEATWAVE SOUTH BENGAL
সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের আশঙ্কা
×
Comments :0