ব্যাট হাতে অপ্রতিরোধ্য দাপট দেখাল ভারতীয় দল। রায়পুরে ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক কে এল রাহুলের নেতৃত্বাধীন ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ৩৫৮ রানের পাড়ার গড়ল। ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হয় বুধবার। রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হচ্ছে। টিম ইন্ডিয়া এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। রাঁচিতে প্রথম ওয়ানডেতে ভারত ১৭ রানে জিতেছে। এদিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৯৪ বার ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ৫১টি ম্যাচ জিতেছে, যেখানে ভারত ৪০টি জিতেছে। তিনটি ম্যাচ কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
এদিন প্রথমে ব্যাটিং করতে নামেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওয়ানডেতে, দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে দক্ষিণ আফ্রিকার জন্য ৩৫৯ রানের লক্ষ্য তৈরি করে।
ভারতীয় দলের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। দুজনেই ভালো শুরু করেছিলেন, কিন্তু পঞ্চম ওভারে রোহিত তাঁর উইকেট হারান। টিম ইন্ডিয়া ৪০ রানে তাদের প্রথম উইকেট হারায়। রোহিত শর্মা ১৪ রানে নন্দ্রে বার্গারের বলে আউট হন। এদিন রোহিত শর্মা যদি ৪১ রান করতেন তাহলে চতুর্থ ভারতীয় ব্য়াটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পার করতেন। এর আগে এই গন্ডি পার করেছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং রাহুল দ্রাবিড়। শর্মা আউট হতেই বিরাট কোহলি ব্যাট করতে নামেন। যশস্বী জয়সওয়াল এদিন মার্কো জ্যানসেনের বলে ২২ রানে আউট হয়ে যান। বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কওয়াড জুটি ১৫ ওভারে টিম ইন্ডিয়ার স্কোরকে ৯৬ রানে পৌঁছে দেয়। তবে, এই সময়ের মধ্যে টিম ইন্ডিয়া দুটি উইকেটও হারিয়ে ফেলে। ১৬তম ওভারে ভারত ১০০ রানের মাইলফলক অতিক্রম করে। বিরাট কোহলি এবং রুতুরাজ গায়কোয়াডের জুটি ৫৫ অর্ধশতক করেন। সেই সময় টিম ইন্ডিয়ার স্কোর গিয়ে দাঁড়ায় ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১২১ রান। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২০৭। রুতুরাজ গায়কোয়াড় ৮৭ এবং বিরাট কোহলি ৬৪ রানে অপরাজিত। রাঁচি ওয়ানডেতে ব্যর্থ হলেও রায়পুর ওয়ানডেতে রুতুরাজ গায়কোয়াড় তাঁর সুযোগ হাতছাড়া করেননি। মাত্র ৭৭ বলে তাঁর প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। হাঁকিয়েছেন ১২টি চার এবং দুটি ছক্কা। এই ম্যাচে তিনি ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি দুর্দান্ত এক ইনিংস খেলেন এদিন। মাত্র ৯৩ বলে ১০২ রান করেন তিনি। সেঞ্চুরি করার পর আউট হন তিনি। এদিন ৯০ বল খেলে ৫৩ তম ওয়ানডে সেঞ্চুরি করেছেন।
৩৫৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস শুরু হয়েছে। ওপেনিংয়ে রয়েছেন কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর গিয়ে দাঁড়ায় ১০৭ রান। ১১ বলে ৮ রানে আউট হন ডি কক।
India VS South Africa
রায়পুরে কোহেলি- রুতুরাজের সেঞ্চুরি, ভারতের স্কোর ৩৫৮
×
Comments :0