Iran-Israel Clash

সিনওয়ারের মৃত্যুতে প্রতিরোধ থামবে না: ইরান

আন্তর্জাতিক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুতে ‘প্রতিরোধের অক্ষ’ থামানো যাবে না এবং হামাসের অস্তিত্ব অব্যাহত থাকবে।
এক বিবৃতিতে খামেনি বলেন, ‘তার মৃত্যু নিঃসন্দেহে প্রতিরোধ অক্ষশক্তির জন্য বেদনাদায়ক, কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের শাহাদাতের মধ্য দিয়ে এই ফ্রন্ট অগ্রসর হওয়া বন্ধ করেনি’।
এক্স-এ ধারাবাহিক কয়েকটি পোস্টে খামেনি হামাস নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাকে ‘‘বীর মুজাহিদ’’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘‘ইয়াহিয়া সিনওয়ারের মতো কেউ যিনি দখলদারী, নিষ্ঠুর শত্রুর বিরুদ্ধে যুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছেন, তার পক্ষে শাহাদাতের চেয়ে অন্য কোনোভাবে মৃত্যু বরণ কম হত’’।
তিনি আরো বলেন, তিনি প্যালেস্তিনীয়দের আন্তরিক মুজাহিদিন ও যোদ্ধাদের পাশে থাকবেন।
চলতি মাসের শুরুর দিকে অর্ধ দশকের মধ্যে প্রথম জুম্মার খুতবায় ৮৫ বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইজরায়েল দীর্ঘস্থায়ী হবে না।
ইজরায়েলে ৭ অক্টোবরের হামলার অন্যতম হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার শুক্রবার নিহত হয়েছেন। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ১৭ অক্টোবর বৃহস্পতিবার সিনওয়ারের মৃত্যুর কথা ঘোষণা করে। তিনি ছিলেন ইজরায়েলের অন্যতম প্রধান টার্গেট।

Comments :0

Login to leave a comment