ফের ইজরায়েলী সেনার হামলায় গুরুতর জখম হলেন এক প্যালেস্তিনীয় সাংবাদিক। রবিবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরে সংবাদ সংগ্রহ করছিলেন সালমা আল-কাদৌমী। সেই সময় তাঁর উপর সামরিক ট্যাঙ্ক থেকে গুলি চালায় ইজরায়েলী সেনা। হামলায় গুরুতর জখম হন সালমা। তাঁর পিঠে গুলি লাগে। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে, সাংবাদিকদের চিহ্নিতকরণের জন্য বিশেষ পোষাক পরে ছিলেন তিনি। তারপরেও তাঁর উপর গুলি চালিয়েছে ইজরায়েলী সেনা।
তুরষ্কের সংবাদসংস্থা আনাদোলু আজানসি জানিয়েছে, খান ইউনিসের হামাদ রেসিডেনশিয়াল কমপ্লেক্সে হামলা চালাচ্ছিল ইজরায়েলী সেনা। সেই আক্রমণের খবর যাতে সংবাদমাধ্যমে না আসে, তাই সাংবাদিকদের উপর গুলি চালানো হয়েছে। গাজা সংঘর্ষে এখনও অবধি কমপক্ষে ১৫৮ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
৭ অক্টোবর থেকে গাজায় হত্যালীলা চালাচ্ছে ইজরায়েল। আন্তর্জাতিক কোর্ট অফ জাস্টিসে ইতিমধ্যেই ইজরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক আদালত ইজরায়েলকে অবিলম্বে মিশর সীমান্তবর্তী রাফা শহরে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছে, কারণ সেখানে ১০ লক্ষের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
Comments :0