সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যাবেন জুনিয়ার চিকিৎসকরা। শনিবার মুখ্যসচিব যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন যে সোমবার নবান্নে যে বৈঠক ডাকা হয়েছে তাতে তাঁরা যাবেন। এর আগে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করেছিলেন জুনিয়ার চিকিৎসকরা। সেই বৈঠক থেকে কোন রফা সূত্র বেরিয়ে আসেনি।
এদিন মুখ্যমন্ত্রী ফোনে কথা বলার সময় জানিয়েছেন যে তিনি চিকিৎসকদের দশ দফা দাবি কী কী তা জানেন না। চিকিৎসকরা একে একে সব দাবি তাঁকে পড়ে শোনান। স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি এদিনও তিনি মানেননি। মুখ্যমন্ত্রীর এই দাবি না জানার বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে বিস্ময় প্রকাশ করেছেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা। তাঁরা বলেন, ৭১ দিন ধরে আন্দোলন চলছে। তাও তিনি বলছেন যে তিনি জানেন না কি কি দাবিতে আন্দোলন!
এদিন মুখ্যমন্ত্রী বলেছেন চিকিৎসকদের অনশন তুলে নেওয়ার জন্য। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন দাবি না মানলে কোন ভাবেই তাঁরা অনশন প্রত্যাহার করবেন না। সাংবাদিক সম্মেলন থেকে তাঁরা বলেন, মুখ্যমন্ত্রী যে ভাবে তাঁদের বলছেন কাজে ফেরার জন্য তাতে মনে হচ্ছে যে এই অনশনের কোন গুরুত্ব তাঁর কাছে নেই।
কেন মুখ্যমন্ত্রী তাদের সাথে দ্রুত আলোচনায় বসলেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্দোলনরত চিকিৎসকরা।
Comments :0