BJP

বিজেপিতে যোগ দিলেন কৈলাস গেহলট

জাতীয়

আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দিল্লির প্রাক্তন মন্ত্রী কৈলাশ গেহলট। সোমবার দিল্লির বিজেপি দপ্তরে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টা তাকে দলে স্বাগত জানান।
আপ তৈরি হওয়ার সময় থেকেই তিনি দলে ছিলেন। দীর্ঘদিন কেজরিওয়াল মন্ত্রিসভার দায়িত্ব সামলেছেন। রবিবার মন্ত্রীত্ব থেকে ইস্তফাও দেন। এদিন কৈলাস বলেন, ‘‘এই সিদ্ধান্ত নেওয়াটা কোন ভাবে সহজ ছিল না। আইনজীবীর পেশা ছেড়ে আপে যোগ দিয়ে ছিলাম দিল্লিবাসীর সেবার জন্য। বর্তমান সময় দাঁড়িয়ে দিল্লির মানুষ তাদের পরিসেবা থেকে বঞ্চিত হচ্ছেন, রাজ্য সরকার প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রের সাথে সংঘাতে জড়িয়ে পড়ছে।’’ তিনি আরও বলেন, ‘‘দিল্লির উন্নতি তখনই সম্ভব যখন রাজ্য এবং কেন্দ্র উভয় একই সাথে কাজ করবে। সেই কারণেই আমার বিজেপিতে যোগদান।’’
উল্লেখ্য রাজনৈতিক মহলে জল্পনা চাপের মুখেই আপ ছেড়ে বিজেপিতে যেত বাধ্য হয়েছেন কৈলাস। একাধিক বার ইডি আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার তল্লাসি হয়েছে তার বাড়িতে। বিরোধীদের দাবি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের ভয় দেখানো, দল ভাঙার নতুন উদাহরন কৈলাস গেহলট। তবে কেজরিওয়ালের পর কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে যখন জল্পনা চলছিল তখন নাম উঠে এসেছিল কৈলাস গেহলটের। কিন্তু শেষমেশ মুখ্যমন্ত্রী জন অতিশী মার্লেনা। অনেকে মনে করছে তার মুখ্যমন্ত্রী না হতে পারার ক্ষোভকে কাজে লাগিয়েছে বিজেপি।

Comments :0

Login to leave a comment