Lalan Sheikh death enquiry

লালন তদন্তে বিচারপতি নয়, জানালো হাইকোর্ট

কলকাতা

হাইকোর্টে কর্মরত বিচারপতির নজরদারিতে লালন মৃত্যুর তদন্তের আবেদন খারিজ হয়ে গেল। বরদুল করিম নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL)করেন। তার আবেদন ছিল হাইকোর্টে কর্মরত বিচারপতির নজরদারিতে যেন লালন মৃত্যুর তদন্ত করা হয়। সেই আবেদনের ভিত্তিতে শুনানি ছিল বুধবার। 

[ad}

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও আর ভরদ্বাজের বেঞ্চ ওই আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষন কর্মরত বিচারপতির নজরদারিতে লালন শেখের মৃত্যুর তদন্ত করা এখনই প্রয়োজন নেই। বগটুই (Bogtui) গণ হত্যার অন্যতম প্রধান অভিযুক্ত লালন শেখ। সেই ঘটনার তদন্ত করছে সিবিআই। চলতি মাসেই রামপুর হাটে সিবিআই’র অস্থায়ী ছাউনিতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালনের। তার মৃত্যুর আবার তদন্ত করছে সিআইডি।

Comments :0

Login to leave a comment