হাইকোর্টের নজরদারিতে লালন তদন্তের রায় স্থগিত
বগটুই গণহত্যা মামলার অন্যতম অভিযুক্ত লালন শেখ (Lalan Sheikh) অস্বাভাবিক মৃত্যু মামলায় শুনানী শেষ হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এদিন একটি জনস্বার্থ মামলার (PIL) শুনানি ছিল। মমলাকারী, রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের বক্তব্য শুনেছে আদালত।
আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। লালন শেখের স্ত্রী রেশমা বিবি আবেদন করেছিল কোনও নিরপেক্ষ সংস্তার মাধ্যমে কলকাতা হাইকোর্টের নজরদারিতে করা হোক লালন মৃত্যুর তদন্ত। কারন তদন্তের নামে সিবিআইকে হেনস্থা করছে সিআইডি।
এই নিয়ে সিবিআই’র আইনজীবীও আদালতকে জানায় তদন্তের নামে সিবিআই’কে অযথা হেনস্তা করছে সিআইডি। বিশেষ করে গরু পাচার মামালায় যেসব সিবিআই আধিকারিক তদন্ত করছে তাদের লাগাতার হেনস্তা করে যাচ্ছে।
বগটুই (Bogtui Incident) তদন্ত চলাকালীন সিবিআই হেপাজতেই অস্বাভাবিক মৃত্যু হয় লালন শেখের। তারপরই লালন শেখের রহস্য মৃত্যু নিয়ে তদন্ত করে সিআইডি (CID)।
লালনের মৃত্যুর পর সিবিআই দাবি করেছে লালন আত্মঘাতী হয়েছে। অন্যদিকে, সিবিআইয়ের বিরুদ্ধে লালনকে পিটিয়ে মারার অভিযোগ করেছে তার পরিবার।
Comments :0