হিমাচল প্রদেশে একাধিক ধসে অন্তত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
উত্তর ভারতের একের পর এক রাজ্যে বৃষ্টি এবং ধসের জেরে বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে।
বুধবার হিমাচল প্রদেশের মান্ডি এবং কুলু জেলার দু’জায়গায় ধস নামে। মান্ডির সুন্দরনগর মহকুমার জঙ্গমবাগে ধসের জেরে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। পঁয়ত্রিশ বছরের গুরপ্রীত সিং, তাঁর স্ত্রী ভারতী (৩০), তিন বছরের কন্যা কিরতের পাশাপাশি ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও দু’জনের।
গভীর রাতে নামে ধস। দু’টি বাড়ি ধসে যায়। রাস্তাও আটকে পড়ে ধসের জেরে।
কুলুতে আখড়া বাজারে ধসে পড়েছে বসতবাড়ি। দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের মধ্যে এনডিআরএফ’র এক জওয়ানও আছেন।
কিন্নর জেলায় পাহাড় থেকে পাথর পড়েছে রাস্তায়। পরপর ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Himachal Pradesh Landslide
হিমাচলে ধস একাধিক জেলায়, মৃত অন্তত ১০

×
Comments :0