Maldaha Comrade Kader Khan

দুর্ঘটনায় মৃত শ্রমিক নেতাকে শ্রদ্ধা মালদহে

জেলা

দুর্ঘটনায় মৃত সিআইটিইউ নেতাকে শ্রদ্ধা জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। বুধবারই শেষকৃত্য হয়েছে মালদহ তথা চাঁচলের পরিবহণ শ্রমিক আন্দোলনের অগ্রণী নেতা কমরেড কাদের খানের। তাঁর বয়স ছিল মাত্র ৩৬। 
বুধবার বেলা ১ টা নাগাদ চাঁদের সিহিপুরে এক পথ দুর্ঘটনায় মারা যান কমরেড কাদের খান।   
তাঁর মরদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর হাসপাতাল চত্বরে প্রয়াত কমরেডের প্রতি শেষ শ্রদ্ধা জানান সিআইটিইউ এবং কৃষক সভার নেতৃবৃন্দ। 
মরদেহ সিআইটিইউ-র পতাকায় আচ্ছাদিত করে শ্রদ্ধা জানান সংগঠনের জেলা সভাপতি প্রণব দাস, ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রণব দাস, নুরুল ইসলাম সহ কৃষক সভার জেলা সম্পাদক প্রণব চৌধুরী, সিআইটিইউ নেতা দোলন চাকি, অনুপম গুণ সহ পরিবহন শ্রমিকরা। শেষে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় চাঁচলে। সেখানে বাসস্ট্যান্ডে শ্রদ্ধা জানান সিআইটিইউ ও পরিবহণ আন্দোলনের নেতা ও কর্মীরা। 
দেহ নিয়ে যাওয়া হয় কলিগ্রামে, কমরেড কাদির খানের গ্রামের বাড়িতে। সেখানেই সমাধিস্থ করা হয় তাঁকে। কমরেড কাদির খানরা ছয় ভাই। কাদির চতুর্থ সন্তান। তিনি অবিবাহিত ছিলেন।

Comments :0

Login to leave a comment