Left Front Candidates

ছয় কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

রাজ্য জেলা

রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। কোচবিহারের সিতাই কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কমার বর্মা। আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত আরএসপি প্রার্থী পদ্ম ওরাওঁ। উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভায় উপনির্বাচনে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এমএল) প্রার্থী দেবজ্যোতি মজুমদার। মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত সিপিআই প্রার্থী মণিকান্ত খামরুই। বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনিত সিপিআই(এম) প্রার্থী দেবকান্তি মহান্তি। 
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ৬টি কেন্দ্রেই গত ১৮ অক্টোবর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২৮ অক্টোবর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর। ১৩ নভেম্বর ভোট গ্রহণ। ভোট গণনা ২৩ নভেম্বর।

রাজ্যে যে ছয়টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হলেও বসিরহাট লোকসভা আসনে ভোট ঘোষণা হয়নি। এই কেন্দ্রের সাংসদ তৃণমূলের হাজি নুরুল ইসলাম প্রয়াত হয়েছেন সম্প্রতি।  
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে উপনির্বাচনে ৬টি বিধানসভায় ১৫৮৩টি বুথে ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে সিতাই কেন্দ্রে রয়েছে ৩০০টি বুথ। মাদারিহাট আসনে ৩টি অতিরিক্ত সহ মোট বুথ ২২৬টি। নৈহাটি বিধানসভায় মোট বুথ ২১০টি।হাড়োয়া কেন্দ্রে বুথ রয়েছে ২৭৯টি। মেদিনীপুর আসনে মোট বুথের সংখ্যা ৩০৪টি। তালড্যাংরা বিধানসভায় রয়েছে ২৬৪টি বুথ।
প্রসঙ্গত, ২০২১এ এই ৬টি আসনের মধ্যে একটি ছিল বিজেপি’র দখলে আর বাকি পাঁচটি ছিল তৃণমূলের। লোকসভা নির্বাচনে এই ৬টি কেন্দ্রের বিধায়করা ভোটে জিতে সাংসদ হয়েছেন। সেই কারণে ৬টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। হাড়োয়া কেন্দ্র থেকে বিধানসভায় জয়ী হয়েছিলেন তৃণমূলের হাজি নুরুল ইসলাম। পরে লোকসভা নির্বাচনে তিনি বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন। সম্প্রতি তাঁর মৃত্যু হয়। হাড়োয়া আসনে ভোট হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে না। সিতাই কেন্দ্রের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বাসুনিয়া, নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক, মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক জুন মালিয়া, তালড্যাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, এঁরা সকলেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন। ফলে এই আসনগুলিতে ভোট হচ্ছে। একমাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনটি ছিল বিজেপি’র দখলে। এই কেন্দ্রের বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা। লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হন,  জিতে সাংসদ হয়েছেন। ফলে এখানেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Comments :0

Login to leave a comment