৪ নভেম্বর থেকে রাজ্য চালু হয়েছে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ। বাড়ি বাড়ি গিয়ে ইনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যনির্বাচনী আধিকারিককে চিঠি দিল এসএফআই সহ বাম ছাত্র সংগঠন গুলো।
চিঠিতে পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার রক্ষা করার কথা যেমন বলা হয়েছে তেমন উল্লেখ করা হয়েছে রাজ্যের বাইরে পড়তে যাওয়া পড়ুয়াদের কথাও।
কমিশনকে দেওয়া চিঠিতে বলা হয়েছে রাজ্যের বাইরে যেই পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, যেই পড়ুয়ারা রাজ্যের বাইরে বা অন্যত্র লেখা পড়ার জন্য রয়েছেন তাদের নাম যেন তালিকা থেকে বাদ না যায়। উল্লেখ্য এসআইআরকে কেন্দ্র করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে বিজেপি এবং তৃণমূল। একদিকে রাজ্যের শাসক দল মৃত এবং ভুয়ো ভোটারদের নাম রাখতে চাইছে, তেমন কেন্দ্রের শাসক দল বিজেপি করছে মেরুকরণের রাজনীতি। যারা কাজের জন্য লেখা পড়ার জন্য বাইরে আছেন তাদের ফর্ম ফিলাপ কী ভাবে হবে তা নিয়ে মানুষের মধ্যে যেই আতঙ্ক এবং ভয় তা প্রতিনিয়ত দুর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বামপন্থী কর্মী সমর্থকরা।
সম্প্রতি উত্তরবঙ্গে বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। মানুষের বাড়ি ভেসে গিয়েছে। সেই সব মানুষদের কথাও বলা হয়েছে চিঠিতে। বামপন্থী ছাত্র সংগঠন গুলোর পক্ষ থেকে কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ যারা নিজেদের সব নথি হারিয়ে ফেলেছে তাদের জন্য যেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয় কমিশনের পক্ষ থেকে।
এসআইআরের কাজ চলাকালিন দেখা যাচ্ছে অনেকে ২০০২ সালে যেই জায়গায় থাকতেন বর্তমানে সেই জায়গায় থাকেন না, অন্যত্র তারা চলেছে এসেছে। অনেকে ভুলে গিয়েছে কোন স্কুলে ভোট দিতেন। অনেকের কাছে তাদের বাবা মায়ের পর্যাপ্ত নথি নেই। কিন্তু তারা সেই সময় ভোট দিয়েছেন। যারা এই সমস্যা মুখে পড়ছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থার আবেদন জানানো হয়েছে ছাত্র সংগঠন গুলোর পক্ষ থেকে।
উল্লেখ্য বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করা হচ্ছে বিএলওদের কাজে। যার ফলে স্কুলে পঠন পাঠন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন গুলোর পক্ষ থেকে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় যুক্ত করার জন্য। বলা হয়েছে, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারের মতো বিভিনডন জেলায় পার্শবর্তী রাজ্য থেকে আসা বহু পরিযায়ী শ্রমিক পরিবার নিয়ে থাকেন। বর্তমানে তারা এরাজ্যের ভোটার কিন্তু ২০০২ এর তালিকায় তাদের নাম। এই সব পরিবার গুলোর যাতে কোন সমস্যা না হয় তার আবেদনও জানানো হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন গুলোর পক্ষ থেকে।
Left Student Organization
এসআইআর নিয়ে কমিশনে চিঠি দিল বাম ছাত্র সংগঠন গুলো
×
Comments :0