Thunderstorm Death

বীরভূমে বাজ পড়ে মৃত দুই, জখম কমপক্ষে ১০

রাজ্য জেলা

খেতে কাজ করার সময় প্রবল বজ্রপাতে অচিরেই প্রাণ হারিয়েছেন এক গরিব খেতমজুর মহিলা সহ দুজন। নানা জায়গা থেকে খবর মিলেছে, ব্জ্রপাতে জখম হয়েছেন কমপক্ষে পাঁচজন। মৃত্যুর ঘটনাটি ঘটেছে নানুরে। শনিবার বিকেল থেকেই আচমকা ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। সঙ্গে প্রবল বজ্রপাত আরও বিপর্যয় ডেকে আনে। সেই সময়ই ঘটে যায় অঘটন। এদিন বিকেলে নানুরে এক মহিলা সহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নানুরের চারকল গ্রামে জমিতে চাষের কাজ করছিলেন ৭ জন। সেই সময় ব্যাপক বজ্রপাত হয়। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চারকল গ্রামের বাসিন্দা জ্যোৎস্না থান্ডার (৪৫) নামে এক খেত মজুরের। অন্যদিকে নানুরের ডোংরা গ্রামে মাঠে গবাদি পশু চড়ানোর সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বছর পঞ্চাশের সুরতেশ্বর গড়াই নামে এক ব্যক্তির। এছাড়াও ইলামবাজার, বোলপুর, লাভপুর সহ একাধিক এলাকায় বজ্রপাতের খবর মিলেছে। জখম হয়েছেন প্রথক পৃথক বজ্রপাতের ঘটনায় জখমের সংখ্যা কমপক্ষে ১০। নানুরে দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় সঞ্জয় ঘোষ ও সুমিত্রা থান্ডার বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বোলপুর মহকুমা হাসপাতালে।‌ কৃষিকাজের জন্য মাঠে গিছিলেন। নানুরে বজ্রপাতের  মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত সোমবার সন্ধ্যায় ঝড়-বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল কাটোয়া, পুরুলিয়া জেলা থেকে। ওই দিন নদিয়ায় বাড়ির দেওয়াল চাপা পড়ে এক দম্পতির মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এদিন বীরভূমে বাজ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। জখম কমপক্ষে দশজন।

Comments :0

Login to leave a comment