Liquor Price Hike

মদের দাম বাড়তে চলেছে রাজ্যে

রাজ্য

রাজ্যে বাড়ছে মদের দাম। রাজ্যে বাড়তে চলেছে সমস্ত ধরনের মদের দাম। আগামী ১৪ আগস্ট থেকে বর্ধিত দাম কার্যকর হবে বলে জানা গিয়েছে। 
সূত্র মারফত জানা গেছে আবগারি দপ্তরের কাছে মদ প্রস্তুতকারী সংস্থাগুলি দাম বৃদ্ধির জন্য আবেদন জানিয়েছে। আবগারিও শুল্ক বাড়াতে পারে ন্যূনতম ২০ টাকা। আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। এই কারণে আগামী দিনে অনেকটাই দাম বাড়তে চলেছে মদের। রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়া মেড ফরেন লিকার এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে। ইতিমধ্যেই আবগারি দফতরকে মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারের আয় বৃদ্ধির লক্ষ্যেই মদের দাম বাড়ানো হচ্ছে। 
রাজ্যে দেদার মদ বিক্রি বাড়াতে নানা পথ নিয়েছে তৃণমূল সরকার। গ্রামে মদ বিক্রি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে বেশি। কারণ পশ্চিমবঙ্গ গ্রামপ্রধান। গ্রামে বেশি মানুষের বসবাস। তৃণমূলের শাসনে মদ বিক্রি থেকে সরকারের কর আদায় বেড়েছে। পরিসংখ্যান বলছে,২০২১ - ২২ আর্থিক বছরে ১৮ হাজার কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। কর আদায় হয়েছিল ১১ হাজার কোটির মত। ২০২২ সালে তা বেড়ে ২১ হাজার কোটি টাকার মদ বিক্রি করেছিল রাজ্য সরকার। তার থেকে কর আদায় হয়েছিল প্রায় ১৫ হাজার কোটি টাকা। ২০২৩ - ২৪ আর্থিক বছরে আয় বেড়ে হয় ২৩ হাজার কোটি টাকা। কর আদায় হয়েছে ১৭ হাজার কোটি টাকা।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, ২০২৩ - ২৪ আর্থিক বছরে ২৩ হাজার কোটি টাকার লক্ষ্য মাত্রা রাখা হয়েছিল। সেই লক্ষ্য মাত্রা পার করে ২৩ হাজার ১২৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। বামফ্রন্ট সরকারের শেষ বছর(২০১০-’১১-তে আবগারি কর বাবদ আয় হয়েছিল ১৭৮৩ কোটি ৩৪ লক্ষ টাকা। লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১৭৬০কোটি টাকা। ২০২৩-২৪-এ মদ বিক্রি করে ১৭,৯২১.৫৬ কোটি টাকা আয় করার লক্ষ্যমাত্রা নিয়েছে মমতা ব্যানার্জির সরকার। রেকর্ড বলছে, গত ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রায় ৭৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যা এখনও পর্যন্ত রেকর্ড। এবার শুল্ক বাড়িয়ে আয় আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার। 

Comments :0

Login to leave a comment