Madarihat Assembly Bye Elections

মাদারিহাটে বামফ্রন্ট প্রার্থীর প্রচারে সাড়া

জেলা

মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পদম ওঁরাও ভোট প্রচার করছেন গয়েরকাটা হাটে। প্রচারে অংশ নেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মাদারিহাটের বিধায়ক ছিলেন বিজেপি’র মনোজ টিগ্গা। তিনি সাংসদ হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। 
রবিবার সাপ্তাহিক হাটের দিন সাকোয়াঝোরা ১ নং গ্রামপঞ্চায়েতের গয়েরকাটা হাটে ভোট প্রচারে এলেন বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী পদম ওঁরাও। প্রচার চলাকালীন কিছু মানুষকে দেখা গেল সতস্ফুর্তভাবে এগিয়ে এসে বলেন, আমরা অনেক দিন পর লাল ঝান্ডা নিয়ে ঘুরতে দেখে খুশি হলাম। আমাদের কথা সরকারের কাছে বলার কেউ নেই। লোভে কয়েক বছর ছোট ফুলের দিকে গেছি। ফের আরেক ভুল করে গত বিধানসভা লোকসভায় পদ্মফুলে গেলাম কিন্তু আমাদের সমস্যা নিয়ে কেউ কথা বলার কাউকে পেলাম না। প্রার্থী পদম ওঁরাও জানতে চাইলেন গয়েরকাটা বাসির আশু সমস্যা কি? নাগরিকদের দু চারজন বলেন, আমাদের এই জনপদে কোনো হাসপাতাল নেই। কিছু হলে চার কিলোমিটার দূরে ডুডুয়া নদীর পারে উপস্বাস্থ্যকেন্দ্রে যেতে হয়। নাহলে ১৬ কিলোমিটার দূরে ধূপগুড়ি অথবা সমদুরত্বের বীরপাড়া হাসপাতালে যেতে হয়। নেই দমকল কেন্দ্র। তৃণমূল  প্রতিশ্রুতি দিয়েছিল চা বাগান কতৃপক্ষ জমি দিয়েছে কিন্তু দমকল কেন্দ্র হয়নি। চা বাগানের শ্রমিক মহল্লায় বসবাসকারি অনেকেই অভিযোগ জানিয়ে বলেন, আমরা স্থানীয় মানুষ কিন্তু বাগানে আমাদের কাজ মেলেনা। ঠিকাদারের মাধ্যমে বাইরে থেকে শ্রমিক এনে কাজ করা হয়। আমরা অস্থায়ী হিসেবে চা পাতা তোলার কাজ করলেও চা পাতা ওজন কম করে দেখিয়ে আমাদের মজদুরি কম দিয়ে বঞ্চনা করা হয়। আমরা প্রতিকার চাই। প্রার্থী পদম ওঁরাও বলেন, বাম আমলে যেভাবে শ্রমিক সহ সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা হোত এখন সে সব প্রতিদিন লুট হচ্ছে তাই বিধানসভায় আপনাদের জন্য কথা বলা ও লড়াই করার সুযোগ দিন।

Comments :0

Login to leave a comment