বাংলায় আবাস যোজনা দুর্নীতি এখন গোটা রাজ্যে আলোচ্য বিষয়। প্রায় সব জেলাতেই এই আবাস যোজনার দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। এবার আবাসের নাম তোলার টাকা ফেরত চাইতেই পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধো। টাকা দিলে আবাস যোজনার লিস্টে নাম তুলে দেবেন বলে টাকা নিয়ে ছিলেন রঘুনাথগঞ্জের এক তৃণমূল নেতা। কিন্তু টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায়। নাম না ওঠায় টাকা ফেরত চাইতেই পিটিয়ে মারার অভিযোগ ওই তৃণমূল নেতা মিঠুন শেখের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মিঠিপুর এলাকার ঘটনা। মৃতের নাম আতাবুর রহমান(৬০)। রঘুনাথগঞ্জ ২ ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরের বাসিন্দা। কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়। শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে। তৃণমূল নেতা মিঠুন শেখ দলবল নিয়ে আতাবুর রহমানকে মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। রাতেই আতাবুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে রেফার করা হয়। রবিবার ভোরে মৃত্যু হয় তাঁর। তার বাড়ি ওই এলাকা বলে জানা গিয়েছে। রাতেই থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।
মৃতের ভাইপোর অভিযোগ ‘‘তৃণমূল নেতা মিঠুন শেখ আবাস যোজনায় বাড়ি পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করে। তৃণমূল নেতাকে টাকাও দেওয়া হয়। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ হলে দেখা যায় কাকার নাম নেই। শনিবার সন্ধ্যায় ওই তৃণমূল নেতার কাছে টাকা চাইতে গেলে কাকার সঙ্গে বচসা বাঁধে। মিঠুন শেখ ও তাঁর দলবল লোহার রড, ইট দিয়ে মারধর করে কাকার মাথা ফাটিয়ে দেয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে মৃত্যু হয় কাকার।’’ অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবার ও স্থানীয় মানুষজন।
রাজ্যজুড়ে আবাস যোজনায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা কোথাও মিছিল করছেন। কোথাও পঞ্চায়েত ঘেরাও করছেন তাঁরা। বঞ্চিত মানুষের হক আদায়ে আন্দোলন করছেন বামপন্থীরা। এদিন সিপিআই(এম) এবং কংগ্রেস নেতা কর্মীরা গ্রামবাসীদের সাথে নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান।
Man Killed By TMC Leader
আবাসের টাকা চাইতে গিয়ে তৃণমূল নেতার মারে প্রৌঢ়ের মৃত্যু
×
Comments :0