Minakhi Mukherjee

চার বছর পুরনো মামলায় জামিন পেলেন মীনাক্ষী, কলতানরা

রাজ্য

২০২১ সালের পুরনো মামলায় বিধাননগর আদালত থেকে জামিন পেলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্তরা। সঙ্গে ছিলেন আইনজীবী সায়ন ব্যানার্জি। 
২০২১ সালে নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করেছিল এসএফআই ডিওয়াইএফআই। একাধিক ছাত্র যুব নেতৃত্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ। সেই মামলায় মীনাক্ষী মুখার্জি সহ বাকিদের পলাতক হিসাবে দেখিয়েছিল পুলিশ। আরজি কর হাসপাতালে ভাঙচুড়ের ঘটনাতেও একই কথা বলেছিল কলকাতা পুলিশ। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বামপন্থী ছাত্র যুব যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে পলাতক দেখানো হচ্ছে তারা কেউ পলাতক নয়। প্রতিদিন তারা রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন সংগ্রামের প্রথমসারিতে রয়েছে।
এদিন মীনাক্ষী মুখার্জি বলেন, ‘২০২১ সালের নভেম্বর মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিবাদ মিছিল করেছিল এসএফআই ডিওয়াইএফআই। সেই ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছিল। জামিন অযোগ্য ধারা দিয়েছিল। আজ আদালত থেকে জামিন নিয়েছি আমরা। ভয় দেখিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই থামিয়ে রাখা যাবে না।’
সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্ত বলেন, ‘প্রায় চার বছর পুরনো একটা মামলায় আজ জামিন হলো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’
উল্লেখ্য মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত ছাড়াও আইনজীবী সায়ন ব্যানার্জি, তৎকালিন এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বিরুদ্ধেও দায়ের হয় মামলা। সৃজন ছাড়া বাকিরা এদিন জামিন নিয়েছেন।

Comments :0

Login to leave a comment