Minakshi Mukherjee

২৭ আগস্টের কর্মসূচির সঙ্গে কোনও যোগাযোগ নেই, সতর্কবার্তায় মীনাক্ষী

রাজ্য

আর জি কর কাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি। প্রচারে বলা হচ্ছে যে নবান্ন অভিযানে নামছে ছাত্র সমাজ। ডিওয়াইএফআই’য়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির নামে এই কর্মসূচির প্রচার চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনিই।
এই ভুল প্রচারের নিন্দা করে রবিবার বিকেলে ফেসবুক লাইভে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানালেন মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ২৭ আগস্ট নবান্ন অভিযানের সঙ্গে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র যুব ও মহিলা সংগঠন যুক্ত নয়। তৃণমূল সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই নবান্ন অভিযানের ডাকে সাড়া দিয়েছেন। মীনাক্ষী বলেন, এই কর্মসূচির উদ্যোক্তারা তাঁর নাম নিয়ে এই নবান্ন অভিযানের প্রচার করছেন। তিনি বলেন, এটি চরম অনৈতিক কাজ। জনতাকে বিভ্রান্ত করতেই এটা করা হয়েছে। এই চরম অনৈতিকতাকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, আর জি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ছাত্র যুব মহিলারা গত ৯ আগস্ট থেকে রাস্তায় রয়েছে। রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে, দোষীদের শাস্তির দাবিতে এবং দুর্নীতির বিরুদ্ধে। এই লড়াইকে ভাঙার জন্য এই বিভ্রান্তিকর কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করি। 


মীনাক্ষী বলেছেন, এই কর্মসূচির বিষয়ে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতি সহ কোন বামপন্থী সংগঠনের কোনো যোগাযোগ নেই। এই বিষয়ে কিছু জানাও নেই। জানার কথাও নয়। আরএসএস-ভিএইচপি’র ফাঁদে পা না দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
মীনাক্ষী জানিয়েছেন, প্রতিদিনের মতো ২৭ আগস্টও রাজ্যের জেলায় জেলায় ছাত্র-যুব-মহিলাদের মিছিল হবে। সেই মিছিলে অংশ নেওয়ার জন্য আবেদনও জানান তিনি।

Comments :0

Login to leave a comment