রাজ্যের গ্রন্থগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার তাঁর বিধানসভা এলাকা মন্তেশ্বরে তীব্র ক্ষোভের মধ্যে পড়েন। তার দলের কর্মীদের একাংশ জুতো, ঝাটা, কালো পতাকা নিয়ে রাস্তার মোড়ে মোড়ে দল বেঁধে দাঁড়িয়ে পড়েন। মন্ত্রীকে দেখা মাত্রই বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশি নিরাপত্তা থাকা সত্যেও বিক্ষোভকারীদের হঠাতে পারেনি পুলিশ। বিক্ষোভের পাশাপাশি ‘গো ব্যাক’ শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এছাড়াও তাঁকে ‘চিটিংবাজ’ এবং ‘ধাপ্পাবাজ’ বলেও কটাক্ষ করা হয়। এই অবস্থা দেখে মন্ত্রী পুলিশের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে বলেন, পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে না দিয়ে সেখানে মজা দেখেছে। তিনি অভিযোগ করেন এই এসবের পিছনে আমাদের দলের মন্তেশ্বর ব্লক সভাপতি আছেন। এসবের প্রতিকার না হলে আমি দল ছেড়ে দেব।
উল্লেখ্য ২১ জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে মন্ত্রীর বিধানসভা এলাকায় ৮ ও ৯ জুলাই দু’জায়গায় দুটি সভা হওয়ার কথা। সেই সভা দুটির প্রস্তুতি কেমন তা দেখতে এদিন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী পরিদর্শনে আসেন মন্তেশ্বরে। তারপরেই বিক্ষোভের মধ্যে পড়েন তিনি।
Siddikullah Chowdhury
‘চিটিংবাজ , ধাপ্পাবাজ’ : মন্তেশ্বরেই দলীয় কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা

×
Comments :0