মঙ্গলবার ২৭ তারিখ যুবভারতীতে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি মোহনবাগান। খেলা শুরু বিকেল ৫ : ৩০ টা থেকে।
আরও এক হাইভোল্টেজ ম্যাচ ডুরান্ডে। ২০১৩ এর জন্মলগ্ন থেকেই বরাবরই মোহনবাগান ও বেঙ্গালুর একটি ক্লাসিক ম্যাচে পরিণত হয়েছে। ২০১৫ - র ৩১ মে তে কান্তিরাভায় সেই অবিস্মরণীয় আইলিগ জয় থেকে শুরু। তারপর মোট ২৪ বার পরস্পরের মুখোমুখি হয়েছে এই দুই ক্লাসিক দল। যার মধ্যে ১২ বারই জিতেছে সবুজ মেরুন, ৫ বার বেঙ্গালুরু এফসি ও ৭ বার ড্র হয়েছে। যুবভারতীতে এই দুই দলের ১৩ টি ম্যাচেও এগিয়ে মোহনবাগানই। তারা জিতেছে ৮ টি ম্যাচ। সুপার লিগে ৯ টির মধ্যে ৬ টি মোহনবাগান জিতেছে এবং একটিমাত্র বেঙ্গালুরু।
বেঙ্গালুরু দলে সুনীল, পেরেরা ডিয়াজ ও আলবার্তো নগুয়েরার মতো খেলোয়াড়রা থাকলেও সোমবার সংবাদিক সম্মেলনে এসে মোহন কোচ মলিনা বেশ আত্মবিশ্বাসের সাথেই জানিয়েছেন যে বেঙ্গালুরুর কাউকে নিয়েই বিশেষ কোনও পরিকল্পনা নেই দলের। খেলাটিকে ৯০ মিনিটের মধ্যেই শেষ করতে চাইছেন মলিনা। মলিনা জানিয়েছিলেন যে অনেক পরে পেট্রেটস অনুশীলনে যোগ দেওয়ায় এখনো সম্পূর্ণ ফিট নন তিনি। তাই সম্ভবত তার প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম । এছাড়াও আজ দলে থাকবেননা জেমি ম্যাকলারেন ও আশিক কুরুনিয়ান। তবে বিদেশীরা ছাড়াও দুই দল মিলিয়ে প্রায় ১২ জন ভারতের জাতীয় দলের খেলোয়াড়রা থাকায় জমে যাবে আজকের ম্যাচ ।
মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ (৩ - ৫ - ২) - বিশাল কাইথ (গোলরক্ষক), শুভাশীষ, টম আলদড্রেড, দীপক টাঙ্গরি, লিস্টন, মানভির, সাহাল, আপুইয়া অভিষেক সুর্যবংশী, সুহেল ভাট ও জ্যাসন কামিংস।
সোমবার প্রথম সেমিফাইনালে লাজংয়কে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি । তাই মঙ্গলবারের ম্যাচই ' কার্যত ফাইনাল ' । মঙ্গলবারের ম্যাচের বিজয়ীকেই ডুরান্ড কাপ ২০২৪ এর সম্ভাব্য বিজয়ী ধরা যেতেই পারে ।
Comments :0