কেরালার কাছে ঘরের মাঠে ২ - ১ গোলে হারার পরেও খারাপ সময় পিছু ছাড়ছেনা মহামেডানের। রবিবার কিশোরভারতীতে তখন ২ - ১ গোল পিছিয়ে ছিল সাদা কালো। হঠাৎ করেই কেরালার অ্যাওয়ে সমর্থকদের গ্যালারি উদ্দেশ্য করে বোতল ও ইট ছুঁড়তে থাকে মহামেডান সমর্থকরা। যার জেরে প্রায় ৮ মিনিট খেলা বন্ধ ছিল। কিন্তু এই বিষয়ে প্রশ্ন উঠে গেছে আইএসএলের নিরাপত্তা নিয়েও। যুবভারতীতে যেখানে ছাতা, জলের বোতল কোনো কিছুই অ্যালাউ করা হয়না, সেখানে কিশোরভারতীতে কিভাবে সেগুলো অ্যালাউ হলো?
রবিবারের এই ঘটনার বিরুদ্ধে সোমবার কেরালা ব্লাস্টার্স দল থেকে সরকারিভাবে এফএসডিএলকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে তারা নিজেদের সমর্থকদের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছে । এইবার এই বিষয়ে খুঁটিয়ে দেখেছে এফএসডিএল। সব ঠিক থাকলে বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়তে পারে মহামেডান ।
Comments :0