Nobel 2024: Chemistry

২০২৪ সালে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

আন্তর্জাতিক

২০২৪ সালে রসায়নে নোবেল পেলেন তিন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পার।

৯ অক্টোবর, বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস রসায়নের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে।
‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইন’-এর জন্য ডেভিড বেকারকে। অপরদিকে ‘প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশন’-র জন্য ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে যৌথভাবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। অপরদিকে ডেমিস হাসাবিস এবং জন জাম্পার যুক্তরাজ্যের নাগরিক। ডেভিড বেকার ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। বর্তমানে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে অধ্যাপনা করছেন এই গুণী ব্যক্তি।
ডেমিস হাসাবিসের জন্ম ১৯৭৬ সালে লন্ডনে। ২০০৯ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে পিএইচডি অর্জন করেন। তিনি গুগল ডিপমাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
জন এম. জাম্পার ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্মগ্রহণ করেন। ২০১৭ সালে ইউনিভার্সিটি অব শিকাগো থেকে পিএইচডি অর্জন করেন তিনি। বর্তমানে গুগল ডিপমাইন্ডের সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন এ বিজ্ঞানী।
তাদের আবিষ্কারগুলো ভবিষ্যতে চিকিৎসা, জীবপ্রযুক্তি এবং জৈব রসায়নের বিভিন্ন ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বছর রসায়নে নোবেল পেয়েছিলেন রুশ বিজ্ঞানী আলেক্সি ইয়াকিমভ, মার্কিন বিজ্ঞানী মুঙ্গি বাওয়েন্ডি ও লুই ব্রুসকে। কোয়ান্টাম সংশ্লেষণ বিষয়ক গবেষণা করে ন্যানোটেকনোলজিতে বিশেষ অবদান রাখায় তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়।

Comments :0

Login to leave a comment