অ-হিন্দু সম্প্রদায়ের কোন ব্যাক্তি তিরুপতি মন্দিরের কোন কাজের সাথে যুক্ত থাকতে পারবেন না। মঙ্গলবার এমনই প্রস্তাব করা হয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানমের পক্ষ থেকে। স্পষ্ট ভাবে প্রস্তাবে বলা হয়েছে যে মন্দিরের যেই অ-হিন্দু কর্মীরা আছেন তাদের হয় অন্য কোন সরকারি দপ্তরে বদলি করতে হবে না হলে তাদের স্বেচ্ছাবসর নিতে হবে।
এই প্রস্তাব সামনে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মন্দির ট্রাস্টের এই প্রস্তাবকে সাম্প্রদায়িক বলে চিহ্নিত করেছেন অনেকেই। এর আগে একাধিক বার দাবি উঠেছিল যে হিন্দুদের দ্বারা মন্দির পরিচালিত হবে কিন্তু সেই সময় কোন পদক্ষেপ সেই ভাবে নেওয়া হয়নি। বিজেপি এবং টিডিপি সরকার ক্ষমতায় আসার পর এই দাবি জোড়ালো হয়। তার ফল স্বরূপ এই প্রস্তাব। উল্লেখ্য অন্ধ্রপ্রদেশ সরকারের বহু কর্মী মন্দির পরিচালনা সহ একাধিক কাজের সাথে যুক্ত, সেই কর্মীদের কোথায় বদলি করা হবে বা করা হলেও কোন আইনে তা করা হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সম্প্রতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু দাবি করেন যে আগের সরকার অর্থাৎ জগন্মোহন রেড্ডির সরকারের সময় তিরুপতির যেই লাড্ডু প্রসাদ তার সাথে পশুর চর্বি মেশানো হতো। গুজরাটের এক ল্যাবের রিপোর্টের ভিত্তিতে এই অভিযোগ করেন চন্দ্রবাবু। জগন্মোহনের পক্ষ থেকে দাবি করা হয় যে উদ্দেশ্যপ্রনদিত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার জন্য এই ধরনের প্রচার করা হচ্ছে টিডিপি এবং বিজেপির পক্ষ থেকে।
Tirupati
অ-হিন্দুরা থাকতে পারবে না মন্দির পরিচালনার সাথে প্রস্তাব তিরুমালা তিরুপতি দেবস্থানমের
×
Comments :0