Mahandanda River

লাগাতার বৃষ্টিতে মহানন্দা হয়ে উঠেছে খরস্রোতা

রাজ্য

পাহাড় সহ সমতলে লাগাতার বৃষ্টিতে শান্ত স্বভাবের মহানন্দা হয়ে উঠেছে খরস্রোতা। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। পাহাড়ে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে এবার তিস্তার পর চোখ রাঙাচ্ছে শিলিগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া শান্ত স্বভাবের মহানন্দা নদী।গত কয়েকদিন টানা বৃষ্টির ফলে আচমকাই মহানন্দা নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। সাধারণত মহানন্দা নদী সারা বছরই শান্ত থাকে। ধীর গতিতে আপন মনে বয়ে চলে। তবে বর্ষা এলে শান্ত স্বভাবের এই মহানন্দাও গর্জে ওঠে। একেবারে ফুলেঁফেপে উঠে জানান দিচ্ছে প্রকৃতির রোষ পড়ে মহানন্দাও ভয়ংকর হতে পারে। কয়েক দিন ধরেই পাহাড়সহ উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হচ্ছে কখনো মুষলধারে কখনো টিপ টিপ করে। এই প্রবল বৃষ্টিতে রবিবার দেখা গেল মহানন্দার খরস্রোতা রূপ। একেবারে ফুলেফেপে উঠে দুকুল প্লাবিত করার অপেক্ষা। জলস্তর বেড়ে প্রায় বিপদ সীমা ছুঁই ছুঁই। লাগাতার বৃষ্টি চলতে থাকলে জলস্তর আরো বাড়তে পারে বলে অনুমান করছে প্রশাসন। অন্যদিকে মহানন্দা নদীর জল বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী পরিবারগুলির আতঙ্কিত হয়ে পড়েছে।অনেকেই ইতিমধ্যে অন্যত্র সরে যেতে শুরু করেছেন।

Comments :0

Login to leave a comment