WATER GAZA

জল নেই, রয়েছে ইজরায়েলের বোমা

আন্তর্জাতিক

সতেরো দিনে হত্যা করা হয়েছে ৬৪০ জনকে। গাজার উত্তর অংশে নির্বিচারেই হামলা চালাচ্ছে ইজরায়েল। বাসিন্দাদের বলা হচ্ছে উত্তর অংশ ছেড়ে চলে যেতে। গত প্রায় এক বছর এভাবেই প্যালেস্তাইনের গাজায় বাসিন্দাদের তাড়িয়ে বেড়াচ্ছে ইজরায়েল। নতুন করে ইজরায়েল অশান্তি চালু করেছে পাশের দেশ লেবাননে। পশ্চিম এশিয়ায় শান্তির নামগন্ধ নেই। সমানে বেড়ে চলছে আগ্রাসন। 
সোমবারই ভোর থেকে গাজার জাবালিয়া উদ্বাস্তু শিবিরেই নিহত হয়েছেন ১৮ জন প্যালেস্তিনীয়। তার মদ্যে ৬ জন গিয়েছিলেন জল আনতে। গাজার সর্বত্র বন্ধ করা হয়েছে খাদ্যের সরবরাহ। বন্ধ ওষুধ। সেই সঙ্গে বন্ধ রয়েছে জলের সরবরাহ। 
গাজায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৬০৩ ছাড়িয়েছে। আহতের সংখ্যা প্রায় ১ লক্ষ। ইজরায়েলের এই পর্বের আগ্রাসন শুরু আগে গাজার জনসংখ্যাই ছিল ২৩ লক্ষের কম। 
ইজরায়েলের সেনা ত্রাণ ঢোকার প্রায় সব পথ বন্ধ করে দিয়েছে বলে জানাচ্ছে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, ইজরায়েলের কৌশল হলো নাগরিকদের সোজা বার্তা দেওয়া- ‘হয় আত্মসমর্পন করো নয়তো না খেয়ে মর।’
গাজার বিভিন্ন প্রান্তে জলের অভাব তীব্র। বাড়ির শিশু-কিশোররা জলের খোঁজে যাচ্ছে দূর দূরান্তে। কোথায় জল মিলবে কেউ জানে না।

Comments :0

Login to leave a comment