এসআইআর নিয়ে সংসদে আলোচনার দাবিতে সরব বিরোদীরা। কিন্তু সরকার পক্ষ তা মানতে নারাজ। সোমবারের মতো মঙ্গলবারও শীতকালিন অধিবেশনের দ্বিতীয় দিনে এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সরব হন বিরোধী সাংসদরা। দফায় দফায় তারা বিক্ষোভ দেখাতে থাকেন সংসদ চত্বরে। বিরোধীদের বিক্ষোভের জেরে দুপুর পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি করা হয়েছে।
বিরোধীদের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এসআইআর এবং দিল্লি বিস্ফোরণ নিয়ে সংসদে আলোচনা করার কিন্তু সরকার পক্ষ তা মানেনি। কংগ্রেস সাংসদ অমর সিং সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিরোধীরা চায় সংসদ যাতে চলুক। কিন্তু কেন্দ্রীয় সরকার সংসদে বিরোধীদের কোন আলোচনার সুযোগ দিচ্ছে না। তারা শুধু অধিবেশন গুলোকে বিল পাশ করানোর জন্য ব্যবহার করছে।’
শীতকালিন অধিবেশনে প্রায় ১৩টি বিল পাশ করানোর পরিকল্পনা রয়েছে সরকারের। মঙ্গলবার সংশোধীত শুল্ক বিল লোকসভায় পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।
গতকাল শীতকালিন অধিবেশন শুরু প্রথম দিনই বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তার গলায় শোনা যায় ঔদ্ধত্যের শুর। তিনি বলেন, ‘নাটক করার অনেক জায়গা আছে। সেখানে গিয়ে তারা নাটক করুক। সংসদে এই সব করা চলবে না।’ উল্লেখ্য গত কয়েক বছরে বার বার দেখা গিয়েছে বিরোধীরা যখন কোন বিষয় নিয়ে আলোচনার দাবি জানিয়েছে তা এড়িয়ে গিয়েছে সরকার। অপারেশন সিঁদুর, মণিপুরের জাতি হিংসা নিয়ে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে তখন সরকারের পক্ষ থেকে তারা মুখ খোলেনি।
তবে প্রধানমন্ত্রীর এই কথার পাল্টা উত্তর দিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, ‘নির্বাচন প্রক্রিয়া, এসআইআর, দিল্লি দূষণ এবার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। সংসদ আলোচনার জায়গা। কোন বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো নাটক নয়। মানুষের স্বার্থের সাথে জড়িত এমন বিষয় নিয়ে আলোচনা করা কোন নাটক নয়।’
Winter Session 2025
এসআইআর নিয়ে আলোচনার দাবিতে সংসদে বিক্ষোভ বিরোধী সাংসদদের
×
Comments :0