২০২২ টি ২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের কাছে পরাজিত হয়েছিল পাকিস্তান। কিন্তু তারপর থেকে দুরন্ত ফর্মে রয়েছেন শাহিন আফ্রিদিরা। টানা ৪টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন পাক ক্রিকেটাররা। স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তাঁরা। সেই ঝলক ফুটে উঠল শনিবারেও।
রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলতে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হন পাক অধিনায়ক বাবর আজম। তিনি জানান, ‘‘শেষ চার ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পেরেছি। লাগাতার চার ম্যাচে জয় আমাদের বাড়তি আত্মবিশ্বাস যুগিয়েছে। গোটা দল ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছে। আমরা আশাবাদী, ভালো কিছুই হবে।’’
রবিবার মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়েই বাবর জানান, ‘‘বৃষ্টি নিয়ে আমরা ভাবিত নই। আমরা নিজেদের পারফর্মেন্সের দিকেই নজর দিতে চাই।’’
সেমিফাইনালে শক্তিশালী ভারতীয় টিমকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ইংল্যান্ডও। সাংবাদিক বৈঠকে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার জানান, ‘‘ ভারতের বিরুদ্ধে জয় গোটা দলকে আত্মবিশ্বাস যুগিয়েছে। কিন্তু ওই ম্যাচ সহ বাকি ম্যাচগুলি এখন অতীত। রবিবারের ফাইনাল এক নতুন চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’’
জস বাটলারও বৃষ্টি নিয়ে ভাবতে রাজি নন। তাঁর বক্তব্য, ‘‘আর পাঁচটা ম্যাচের মতোই এই ম্যাচকে দেখতে চাইছি আমরা। সেখানে বৃষ্টি নিয়ে বাড়তি কিছু ভাবছি না।’’
প্রসঙ্গত, ইংল্যান্ড এবং পাকিস্তান- দুই দলই একবার করে টি-২০ বিশ্বকাপ জিতেছে। পাকিস্তান ২০০৯ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জয়ী হয়। ইংল্যান্ড ২০১০ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ ঘরে তোলে।
Comments :0