Power Grid failure Pakistan

বিদ্যুৎহীন পাকিস্তানের হাসপাতাল, কারখানা, স্কুল-কলেজ

আন্তর্জাতিক

পাকিস্তানে ফের বিদ্যুৎ বিপর্যয়। তিন মাসের মধ্যেই আবারও পাওয়ার গ্রিডে (Power Grid Failure) সমস্যা হওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে দেশের একাংশ। বারবার এভাবে বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যা ভাবাচ্ছে সে দেশের অর্থনীতিবিদদের (Economist)। তাহলে কি শ্রীলঙ্কার মতোই ধসে পড়তে চলেছে দেশের অর্থনীতি, আশঙ্কা সাধার মানুষের। আন্তর্জাতিক বাজারে ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যে ভালো নেই তাতে একমত বিরোধীরা।

 
পাকিস্তানের বিদ্যুৎমন্ত্রী খুররাম দাস্তগির (Khurram Dastagir) বলেছেন দক্ষিণ গ্রিডে ভোল্টেজের সমস্যা হওয়াতেই  সমস্ত পাওয়ার গ্রিড বসে যায়। তাঁর দাবি ইতিমধ্যে বিশেষ তৎপরতায় কিছু অংশের বিদ্যুৎ ফেরানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ইসলামাবাদ, করাচি সহ বহু এলাকায় প্রায় ৬ ঘন্টা বিদ্যুৎ ছিলনা। বিদ্যুৎ ছিল না বিভিন্ন হাসপাতাল, কারখানা, স্কুল-কলেজ। সোমবার রাত ১০টার মধ্যেই পাওয়ার গ্রিডের সমস্যা মিটে গিয়ে দেশের সর্বত্র বিদ্যুৎ ফিরবে বলে জানিয়েছেন খুররাম।


এর আগে অক্টোবরে (October) এরকম বিদ্যুৎ বিপর্যয় হয়েছিল পাকিস্তানে।সেসময় বেশ কয়েক ঘন্টা সময় লেগেছিক সমস্যা মিটতে। এক আধিকারিকের মতে পাওয়ার গ্রিডের বহু যন্ত্রের যথেষ্ট বয়স হয়েছে। সেগুলির অতি সত্বর পরিবর্তন করা দরকার। কিন্তু রাজনৈতিক টানপোড়েনে পড়ে সেগুলো কিছুই হয়নি ফলে তার ফল ভুগছে প্রয় ২২০ কোটি পাকিস্তানবাসী।

Comments :0

Login to leave a comment