অক্সিজেন সিলিন্ডার লাগানো হলেও তা ছিল খালি। ফলস্বরূপ জেনারেল বেড থেকে আইসিইউ’তে নিয়ে যাওয়ার পথেই অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে এক রোগীর। অব্যবস্থার এমনই গুরুতর অভিযোগ তুলেছেন মৃতের পরিজনেরা। তীব্র অসন্তোষ প্রকাশ করে এমন গাফিলতির বিরুদ্ধে জোরালো অভিযোগ তুলে সরব হয়েছেন তারা। পাশাপাশি পরিজনদের আরও অভিযোগ, রোগীকে স্থানান্তরের জন্য স্ট্রেচারের জোগার করতেই লেগে গিয়েছিল প্রায় দু ঘন্টা। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে আবারও রোগী মৃত্যু ঘিরে পরিকাঠামোগত বেহাল দশার অভিযোগ সামনে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দিন তিনেক আগে শরীর শর্করার পরিমানজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ দত্ত। তার বাড়ি বীরভূমের মল্লারপুরে। শারিরীক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউ’তে স্থানান্তর করেন। বৃহস্পতিবার দুপুরবেলা সেই স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে কালঘাম ছুটে যায় রোগীর পরিজনদের। প্রথমত স্ট্রেচার মেলে নি বলে অভিযোগ। দ্বিতীয়ত, অক্সিজেন সিলিন্ডার মারফত রোগীর শরীরে অক্সিজেন সরবারহ সুস্থু করতে গিয়ে দেখা যায় সিলিন্ডারে অক্সিজেনই নেই। শেষমেশ স্থানান্তরের পথেই মৃত্যু হয় রোগীর। এই অভিযোগ তুলে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেন রোগীর পরিজনেরা। হাসপাতাল চত্বরের বিক্ষোভ দেখানোর সাথে সাথে তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগও জানান। মৃতের মেয়ে বেবি মন্ডল জানিয়েছেন, ‘‘বাবাকে যখন আইসিইউ’তে নিয়ে যেত বলল তখন স্ট্রেচারের জন্য প্রায় দ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। স্ট্রেচার পাওয়ার পর অক্সিজেন সিলিন্ডার লাগানো হয়। তারপর বাবাকে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। পরে দেখি সিলিন্ডার ফাঁকা ছিল। অক্সিজেনই ছিল না।’’ মৃতের পরিজনদের অভিযোগের কথা স্বীকার করেছেন হাসপাতালের এমএসভিপি পলাশ দাস। তিনি জানিয়েছেন, ‘‘লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগের ভীত্তিতে দ্রুত তদন্ত করা হবে। অক্সিজেন সিলিন্ডার সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তার ভীত্তিতে আদৌ কি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। তবে হাসপাতালে স্ট্রেচার নেই এমনটা নয়, হয়ত আদান প্রদানে সমস্যা হয়েছিল।’’
Patient Death
সিলিন্ডারে নেই অক্সিজেন, দাবি রোগীর মৃত্যুতে
×
Comments :0