Sitaram Yechury Condolence Karat

‘উন্নততর ভারত গড়ে সম্মান জানাতে হবে সীতারাম ইয়েচুরিকে’

জাতীয়

শনিবার তালকাটোরা স্টেডিয়ামে শোক প্রস্তাব পেশ করছেন বৃন্দা কারাত।

‘‘সীতারাম ইয়েচুরির শোক প্রস্তাব পড়তে হবে কখনও কল্পনা করিনি।’’ ধরা গলায় শোক প্রস্তাব পেশ করতে গিয়ে বললেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।
শনিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণসভায় শোক প্রস্তাব পেশ করেন বৃন্দা কারাত। সভাপতির ভাষণ দেন প্রকাশ কারাত। তিনিও দীর্ঘ সময়ের গভীর সম্পর্কের উল্লেখ করেন।
মঞ্চে রয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও।  
শোক প্রস্তাবে বৃন্দা কারাত বলেন, ‘‘যুব বয়স থেকেই দলের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। নব্বই দশকে মতাদর্শগত প্রশ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। সংসদের মাধ্যমে সব সময় সাম্প্রদায়িক বিপদদের বিষয় মানুষের কাছে তুলে ধরেছেন। মোদী সরকারের সময়কালে তিনি গনতন্ত্র বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ইন্ডিয়া ব্লক গঠনের ক্ষেত্রে তাঁর উল্লেখ যোগ্য ভূমিকা আছে। জাতীয় রাজনীতির এই পরিস্থিতিতে প্রয়ান শুধু সিপিআই(এম)’র জন্য নয় বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির জন্য এক বড় ধাক্কা।’’
প্রকাশ কারাত বলেন, ‘‘সীতারাম এবং আমার প্রায় ৫০ বছরের সম্পর্ক। পলিট ব্যুরোয় ৩২ বছর একসাথে কাজ করেছি। তাঁর প্রয়াণ পার্টির পক্ষে বড় ধাক্কা এবং ধর্মনিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রেও বড় ধাক্কা। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সীতারামের রাজনৈতিক জীবনের শুরু। পার্টির সদস্যপদ পাওয়ার পর মার্কবাদের প্রতি তাঁর জ্ঞান দলের অভ্যন্তরে তার গুরুত্ব বাড়ে। দেশের সব থেকে যেই বড় বিপদ সাম্প্রদায়িকতা, তার পর্দা সে আগেই ফাঁস করেছিল। দেশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলগুলিকে কি ভাবে এক করা যায় তার জন্য চেষ্টা চালাতে থাকে। আজ এই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আছে তারা দেখেছে সীতারামের ভূমিকা, ইন্ডিয়া ব্লক গঠনেও তার বড় ভূমিকা আছে।’’ 
প্রকাশ কারাত বলেন, ‘‘ ১৯৯২ পর কেন্দ্রীয় কমিটির মুখপত্রের সম্পাদকের দায়িত্ব সামলেছেন। প্রতিটি সম্পাদকীয় লেখায় উন্নত ভারত তৈরি করার কথা তিনি লিখতেন। সমাজতান্ত্রিক ভারত গঠনের স্বপ্ন ছিল তাঁর।  সবাই যদি চেষ্টা করি উন্নত ভারত গঠন করার তবে তা সীতারামের স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’’

Comments :0

Login to leave a comment