Birbhum

পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম সাত পুলিশকর্মী

রাজ্য জেলা

বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে চলা বিবাদের মীমাংসা করতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পুলিশ। ইটপাটকেলবাঁশ,  লাঠি হাতে উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয় পুলিসের উপর বলে অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। গ্রামবাসীদের সেই রোষে এক এএসআই সহ সাত পুলিশ কর্মী জখম। তারমধ্যে দুই পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। জখমরা চিকিৎসাধীন হাসপাতালে। এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গ্রাম ঘিরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের পাথাই গ্রামে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছেবুধবার সকালে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই গ্রামে উত্তেজনা তৈরি হয়। মারধর করা হয় এক যুবককে । তার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। আর তখনই উত্তপ্ত গ্রামবাসীরা লাঠি বাঁশ নিয়ে চড়াও হয় পুলিশ কর্মীদের ওপর। কোনক্রমে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাচেন পুলিশ কর্মীরা । ঘটনাস্থলে  বিশাল পুলিশ বাহিনী। তবে কেন হঠাৎ গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হল তা এখনো জানা যায়নি । আহত পুলিশ কর্মীদের নিয়ে যাওয়া হয়েছে মল্লারপুর স্বাস্থ্য কেন্দ্রে । আরও জানা গেছেগ্রামের প্রভাত মালের সাথে গৃহবধূ মায়া মালের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। সে নিয়েই গৃহবধূর স্বামী প্রভাত মালের সাথে বিবাদে জড়িয়েছেন। এদিন সকালে এই নিয়েই গ্রামে মীমাংসার সামিল হয়েছিলেন উভয়পক্ষ। সেই সময় শুরু হয় বচসা। উত্তেজনা চরমে পৌছায়। মারামারির উপক্রম হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বুধু মাল নামে এক গ্রামবাসীকে আটক করে নিয়ে যেতে উদ্যত হয়। তাতেই গ্রামবাসীরা খেপে ওঠেন।পুলিশের পথ আটকে রাস্তায় বসে পড়েন। এরপর আরও পুলিশ বাহিনী গ্রামে গ্রামে পৌছালে গ্রামবাসীদের ক্ষোভ তূঙ্গে ওঠে। তখনই ঘটে যাত অপ্রীতিকর ঘটনা। 

Comments :0

Login to leave a comment