আরজি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করলো কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ৯ আগস্টের ঘটনার পর হাসপাতালের পক্ষ থেকে যেই বিবৃতি দেওয়া হয় তাতে নির্যাতীতার নাম পরিচয় এবং বাড়ির ঠিকানা উল্লেখ করা হয়। নির্যাতীতার নাম প্রকাশ্যের আনার অভিযোগে সোমবার ডেকে পাঠানো হয় চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। সেই সময় ডাকা হয়নি সন্দীপকে।
গতকাল দুই চিকিৎসক লালবাজার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তাদের থেকে কয়েকটি বিষয় জানতে চাওয়া হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। এখানেই প্রশ্ন উঠছে ৯ আগস্ট যেই বিবৃতি দেওয়া হয় আরজি কর হাসপাতালের পক্ষ থেকে তার ভিত্তিতে যদি সন্দীপ ঘোষকে ডাকা হয় তবে ১২ দিন পর কেন ডাকা হচ্ছে। অন্যদিকে যেই দুই চিকিৎসক কোন ভাবে নির্যাতীতার পরিচয় সামনে আনেননি তাদের কেন ডাকা হলো।
সোমবার নির্যাতীতার মা বাবা অভিযোগ জানান যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাদের সাথে কোন ভাবে সহযোগীতা করেননি। তারা দাবি করেন তাকে তদন্তের আওতায় আনার। অন্যদিকে টানা পাঁচ দিন সিবিআই দপ্তরে জিঞ্জাসাবাদের জন্য হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ। অনেকে মনে করছেন চাপে পড়ে কলকাতা পুলিশ সন্দীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আরজি কর হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। গত ১৪ আগস্ট গোটা রাজ্য যখন আরজি কর ঘটনার প্রতিবাদ জানাতে রাত জাগে সেই সময় হামলা হয় হাসপাতালে। মারধর করা হয় আন্দোলনরত চিকিৎসকদের। ভাঙা হয় তাদের প্রতিবাদ মঞ্চ।
Sandip Ghosh
সন্দীপ ঘোষকে তলব কলকাতা পুলিশের
×
Comments :0