RG KAR

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সঞ্জয়কে, শুরু হয়েছে পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া

রাজ্য

 

আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও খুনের রাতে হাসপাতালে ছিলেন সঞ্জয়। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। পুলিশের দাবি অনুযায়ী যেই ব্লুটুথ হেড সেটের সূত্র ধরে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে সেই হেড সেটটি দেখা গিয়েছে তার কাঁধে। 

প্রকাশ্যে আসা ওই ফুটেজে দেখা যাচ্ছে সেদিন রাত ১:০৩ মিনিটে চার তলার সেমিনার রুমে সে ঢুকছে। তারপর তাকে বেরিয়ে আসতেও দেখা যায়। সেদিন রাতে ওই সেমিনার রুমেই ধর্ষণ ও খুনের শিকার হন আরজি করের কর্তব্যরত চিকিৎসক। 

শুক্রবার শিয়াদহ বিশেষ আদালতের পক্ষ থেকে সঞ্জয় রায় এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সিজিও কমপ্লেক্সে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে বলে জানা যাচ্ছে। 

Comments :0

Login to leave a comment