আলুর দাম কমানোর এবং ভিন রাজ্যে আলুর রপ্তানি বন্ধ করার সরকারি ফতোয়ার বিরুদ্ধে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। মমতা ব্যানার্জির সরকারের নীতির বিরোধিতার পর এখন পুলিশের বিরুদ্ধেও আঙুল তুলছেন তাঁরা। আলুভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এসবের জেরে মঙ্গলবার থেকেই বাজারে আলুর দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
চাহিদার তুলনায় যোগান কম তাই দাম বাড়ছে বলে মত ব্যবসায়ীদের। গত সোমবার পর্যন্ত জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩২- ৩৩ টাকা কিলো মঙ্গলবার জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো দরে। চন্দ্রমুখি আলু কেজি প্রতি দু টাকা মেরে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে আলুর আকাল দেখা দিয়েছে। ৫০ কেজি ওজনের বস্তায় ১০০-১৫০ টাকা বেড়ে আলুর দাম দাঁড়িয়েছে ১৬০০-১৬৫০ টাকা বস্তা। আলুর আরত থেকে কেনাই পড়ছে ৩২ টাকার বেশি। পচা কাটপিস ছোটো বাদ দিয়ে সেই আলু ৩৫ টাকা কিলো দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এদিনও রাজ্যের সর্বত্র ব্যবসায়ীরা কর্মবিরতিতে সামিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। যদিও গত কালকের মত আজও সিঙ্গুরের পাইকারি বাজার খোলা আছে। কিন্তু বাজারে যোগানের অভাবে ইতিমধ্যেই আলুর দাম বস্তা (৫০কিলো) পিছু গড়ে ১৫০-২০০ টাকা বেড়ে গেছে। তারপরেও পর্যাপ্ত আলো মিলছে না বলে দাবি পাইকারি ক্রেতাদের। তবে দ্রুত সমস্যা সমাধান হওয়ার ব্যাপারে আশাবাদী আলু ব্যবসায়ীদের এক অংশ।
রাজ্যের পাঁচশোর বেশি হিমঘর থেকে আলু বেরোনো বন্ধ রয়েছে ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির ফলে। হুগলি জেলায় শুধুমাত্র সিঙ্গুরের আরত গুলোতে আলু ঝাড়াই-বাছাই এবং বিক্রি চলছে। আর সেখানেই ভিড় জমাচ্ছেন বাইরে থেকে আসা ক্রেতারা।
রানাঘাট থেকে আসা পাইকারি ব্যবসায়ী প্রদীপ কুন্ডু জানালেন, ‘‘বেশিরভাগ আরত বন্ধ সিঙ্গুরে কিছু ঘর খোলা থাকলেও পর্যাপ্ত পরিমাণ মাল পাওয়া যাচ্ছে না। আমি হুগলির বিভিন্ন বাজার থেকে আলু কিনতাম কোথাও আলু না পেয়ে বাধ্য হয়ে সিঙ্গুরে এসেছি। দামও বেশ কিছুটা বেড়েছে এরকম চলতে থাকলে আগামী দিনে আলু যোগানের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে।’’
বলাগড়ের আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, ‘‘বেশিরভাগ আরতে যা স্টক ছিল তা শেষ হয়ে গেছে আগামীকাল থেকে আলু পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বলাগড় ব্লকে মূলত কালনা তারকেশ্বর থেকে আলু আসে। ধর্মঘটের ফলে যোগান বন্ধ হয়েছে দামও বেড়েছে জ্যোতি আলু ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমুখীর দাম ৪৫ ছারাচ্ছে। আগামীকাল থেকে এই আলুটাও বাজারে থাকবে না অবিলম্বে সরকারের উচিত এই সমস্যা সমাধান করা।
Potato Price Hike
সরকারি ফতোয়ার প্রতিবাদে কর্মবিরতি, রাজ্যে বাড়ছে আলুর দাম
×
Comments :0