২০২৩ সালে জাতি হিংসাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর। সেই সময় মণিপুর নিয়ে সংসদে কোন বিবৃতি দিতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে। তিনি বা তার সরকারের কোন প্রতিনিধিও সেই সময় সেখানে যাননি। প্রায় দুই বছরের মাথায় মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বর্তমানে মণিপুরে জারি রয়েছে রাষ্ট্রপতি শাসন। চলতি বাদল অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিধিবদ্ধ প্রস্তাব পাশ করেছেন যেখানে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেখানে রাষ্ট্রপতি শাসন জারি রাখার।
সূত্রের খবর আগামী বছর ১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধনের কাজ মণিপুরে শেষ করতে চাইছে কমিশন। অন্যদিকে ত্রিপুরায় বিজেপির জোট সঙ্গী তিপরামথা সেই রাজ্যের এসআইআরের দাবি জানিয়ে সরব হয়েছে।
মন্তব্যসমূহ :0