উন্নাও এবং সম্ভল নিয়ে লোকসভায় রব হলেন কংগ্রসে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার থেকে সংসদে শুরু হয়েছে সংবিধান নিয়ে আলোচনা। আগামীকাল বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের পক্ষ থেকে বার বার দাবি করে আসা হয় যে মোদী সরকারের আমলে সংবিধান বিপন্ন। সংবিধান গ্রহনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল সংসদের দুই কক্ষে সংবিধান নিয়ে আলোচনার। চাপে পড়ে সেই দাবি মানতে বাধ্য হয় সরকার।
সরাসরি বিজেপিকে এবং এনডিএকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘‘লোকসভার ফলাফল বিজেপির কাছে ধাক্কা। যদি তারা ফের একক সংখ্যাগরিষ্ঠতা পেতো তাহলে আজ তারা সংবিধান বদল করতো। সংবিধানে দেশের নাগরিকদের যেই সামাজিক এবং অর্থনৈতিক সুরক্ষা দিয়েছে তা শেষ করে দিচ্ছে বর্তমান সরকার।’’ তিনি আরও বলেন, উন্নাও এবং সম্ভলের ক্ষতিগ্রস্থ, আক্রান্তদের কোন সুরক্ষা দেয়নি।
প্রিয়াঙ্কা বলেন, ‘‘ভারতীয় সংবিধান কোন একটা কাগজের টুকরো নয়। রাজা রামগোপাল আচারিয়া, বিআর আমবেদকার, নেহেরু এনারা বহু বছর ধরে আলোচনার মাধ্যমে এই সংবিধান তৈরি করেছে। ভারতীয় সংবিধান এদেশের একজন নাগরিককে অধিকার দিয়েছে সরকার নির্বাচিত করার, তার সাথে ন্যায্য বিচার পাওয়ার।’’
উল্লেখ্য সংবিধানকে গুরুত্ব না দিয়ে একাধিক রাজ্যে দল ভাঙিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে বিজেপি, সেই প্রসঙ্গও তুলেছেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ। মহিলাদের জন্য আসন সংরক্ষন থেকে কৃষকদের সমস্যা একাধিক বিষয় নিয়ে এদিন বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা।
এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম আলোচনা শুরু করেন। মোদী মন্ত্রিসভার এই বর্ষীয়ান সদস্য বলেন, ‘‘বিরোধীরা সংবিধানকে নিজেদের পকেটে রাখতে চায়। বিজেপি ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা করে। ওরা চায় বিচার বিভাগ, সরকারি আমলারা তাদের অধিনস্ত হয়ে থাকুক।’’ তিনি দাবি করেন যে, সংবিধান মেনেই কাজ করছে কেন্দ্রীয় সরকার।
Comments :0