Harjit Kaur

ডিটেনশন ক্যাম্পে বৃদ্ধা হরজিৎ কৌর, বিক্ষোভ ক্যালিফোর্নিয়ায়

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ বাসিন্দাদের।

পাঞ্জাবে অশান্তির সময় দুই সন্তানকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় এসেছিলেন। প্রায় তিন দশক নিজের পরিশ্রমে জীবিকা অর্জন করেছেন। তিয়াত্তর বছরের বৃদ্ধা সেই হরজিৎ কৌরকে ধরে নিয়ে গিয়েছে অভিবাসন বিষয়ক দপ্তর। প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় পরপর চলছে বিক্ষোভ।
সান ফ্রান্সিসকো বে এলাকার দীর্ঘ সময়ের বাসিন্দা কৌর। গত ৮ সেপ্টেম্বর অভিবাসন বিভাগের আধিকারিকরা ‘রুটিন’ তল্লাশিতে আসেন। কিন্তু সেদিন তাঁকে নিয়ে যাওয়া হয় বেকার্সফিল্ডে বিভাগের বিশেষ ‘প্রসেসিং সেন্টার’-এ। 
কন্ট্রা কোস্টা কাউন্টির এল সবরান্তে শিখ গুরুদোয়ারায় সম্প্রতি প্রায় ২০০ জন বিক্ষোভ দেখিয়েছেন এই বৃদ্ধাকে আটক করার প্রতিবাদে। পোস্টারে লেখা ছিল, ‘ব্রিং গ্র্যানমা হোম’- দিদিমাকে ঘরে ফিরতে দাও। 
ট্রাম্পের ডিটেনশন সেন্টারে এমন আটকের বিরুদ্ধে বারবারই প্রতিবাদ দেখা যাচ্ছে আমেরিকার বিভিন্ন এলাকায়। হরজিৎ কৌরকে মুক্ত করার দাবিতে প্রতিবাদে শামিল হচ্ছেন আইনজীবী, সমাজকর্মীরাও। 
কৌরের পরিবারের আশঙ্কা রয়েছে তাঁর স্বাস্থ্য নিয়ে। থাইরয়েড, হাঁটু, মাইগ্রেনের মতো সমস্যা রয়েছে এই প্রবীণার। পরিজনদের আশঙ্কা ট্রাম্পের ডিটেনশন সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসা পাবেন না তিনি। মিলবে না সুশ্রূষা। তাঁর নাতনি সুখদীপ কৌর সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘তিন দশক ধরে নিজের পরিশ্রমে সংসার চালিয়েছেন, সন্তানদের বড় করেছেন। আমার দিদিমা এই এলাকার অভিবাসী বহু পরিবারের কাছে উদাহরণ হয়ে থেকেছেন।’’ 
হরজিৎ কৌরের গ্রেপ্তারি ট্রাম্পের অভিবাসন নীতিতে ফের বিতর্ক তুলেছে আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার সেনেটর জেসে আরগুইন বলেছেন, ‘‘এই অভিবাসন বিভাগ, যাকে আমরা ‘আইস’ বলে জানি, এমন ব্যক্তিদের ধরছে যাঁদের অন্তত ৭০ শতাংশের বিরুদ্ধে কোনও অপরাধে জড়িত থাকার অভিযোগ কোনোদিন ছিল না।’’
মার্কিন কংগ্রেসের সদস্য জন গারামেন্ডি প্রতিনিধিত্ব করেন সেই এলাকার যেখানে কৌরের বাস। তিনি বিশেষ অনুরোধ জানিয়েছেন এই মহিলাকে ছাড়ার।

Comments :0

Login to leave a comment