জয়নগরের আঁচ কলকাতার কাঁটাপুকুর মর্গে। কুলতলি থেকে নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় কাঁটা পুকুরে। সেখানে পুলিশের সাথে কার্যত খণ্ডযুদ্ধ হলো এস এফ আই এবং ডিওয়াইএফআই কর্মীদের।
ছাত্র যুবদের অভিযোগ পরিবারের অনুপস্থিতিতে আর জি কর ঘটনার মতো ময়নাতদন্ত করতে চাইছিল পুলিশ তারা সেখানে বাধা দিতে গেলে মারমুখী হয় পুলিশ। বিনা প্ররোচনায় বামপন্থী ছাত্র যুবদের মারধর করা হয়। গোটা ঘটনা যখন হচ্ছে তখন সেখানে পুলিশি প্রহরায় দাঁড়িয়ে ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
পুলিশের আক্রমণে একজন যুব কর্মী আহত হয়েছেন। মহিলা পুলিশ ছাড়াই আক্রমণ করা হয় যুবতীদের। এসএফআই কলকাতা জেলা কমিটির তরফে জানানো হয়েছে, সৌম্যজিৎ মাল নামে এক এসএফআই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Jaynagar Murder
নাবালিকার পরিবার ছাড়াই ময়নাতদন্তের চেষ্টা, খণ্ডযুদ্ধ মর্গে
×
Comments :0