ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গুর প্রকোপ পুরুলিয়া জেলায়। এই মুহূর্তে জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৮। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনের। গ্রাম থেকে শহর সর্বত্রই ডেঙ্গুর লার্ভা জন্মানোর আদর্শ জায়গা রয়েছে। বৃষ্টি নামার সাথে সাথে বিভিন্ন জায়গায় ঝোপঝাড় জঙ্গল বেড়েছে, পাশাপাশি জল যেভাবে বিভিন্ন এলাকায় জমে আছে তাতে মশা সহ বিভিন্ন পতঙ্গের লার্ভা পাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। জেলার মধ্যে বলরামপুর ব্লকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুরুলিয়ার বলরামপুর ব্লক এলাকায়। যেখানে যেখানে ডেঙ্গু রোগী পাওয়া গেছে সেখানে গ্রামে মেডিক্যাল টিম পৌঁছে রক্ত পরীক্ষার কাজ শুরু করেছে। ঝোপঝাড় এলাকায় স্প্রে করা হচ্ছে। ডেঙ্গু সংক্রমণ ধরা পড়লে বিপদ লক্ষণ দেখা দিলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। যে এলাকায় ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত এলাকার স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শন করছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: অশোক বিশ্বাস জানিয়েছেন গ্রামীণ এলাকায় কাজ করা স্বাস্থ্যকর্মীরা এ ব্যাপারে যথেষ্ট সচেতন তাদের হাত ধরেই মূলত ম্যালেরিয়া এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর হদিস তারা পাচ্ছেন।
Dengue
ম্যালেরিয়ার পর এবার ডেঙ্গুর আতঙ্ক পুরুলিয়ায়
×
Comments :0