তপন কান্দুর স্ত্রী'র মৃত্যু ঘিরে শোরগোল পুরুলিয়ার ঝালদায়। মৃতের নাম পূর্ণিমা কান্দু। ২০২২ সালের ১৩ মার্চ বিকেলে দুষ্কৃতীদের হাতে খুন হন ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। তপন কান্দুর দেহে ৩টি গুলি লাগে। একটি গুলি লাগে মাথায়। রাঁচির হাসপাতালে মৃত্যু হয় কংগ্রেস কাউন্সিলরের। মৃত পূর্ণিমা কান্দু খুন হয়ে যাওয়া কাউন্সিলর তপন কান্দুর স্ত্রী। তপন কান্দুর মৃত্যুর মামলা এখনও আদালতে বিচারাধিন।
শুক্রবার রাতে অস্বাভাবিক মৃত্যু হলো নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর। পুরুলিয়ার ঝালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার ছিলেন তিনি। শুক্রবার রাতে ঝালদা শহরের স্টেশন রোডের বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় পূর্ণিমা কান্দুকে উদ্ধার করে ঝালদা ১ নম্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ দলের নেতৃত্বরা।
নেপাল মাহাতো বলেন সকালে ওঁর সঙ্গে দেখা হয়েছে তখনো অস্বাভাবিক কিছু জানা যায়নি। সুস্থ-স্বাভাবিকই মনে হচ্ছিল পূর্ণিমাকে। তিনি দাবি করেন সন্ধ্যায় সুস্থ ছিলেন বলে শুনেছি। মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।
শনিবার দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তপন কান্দু খুন হওয়ার আড়াই বছর পরেই পূর্ণিমার মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে।
Comments :0