Suri hospital

ময়নাতদন্তে বিলম্বের অভিযোগে সিউড়ির হাসপাতালে তান্ডব

জেলা

 

ময়না তদন্তে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে সিউড়ি সদর হাসপাতালে তান্ডব চালানোর অভিযোগ উঠেছে এক মৃত ব্যক্তির পরিজন, প্রতিবেশীদের বিরুদ্ধে। ভাঙচূড় করা হয়েছে ওয়ার্ড মাস্টারের অফিস। কর্তব্যরত স্বাস্থ্য কর্মীদের উপরও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে। যদিও তড়িঘড়ি পুলিস পৌছে পরিস্থিতি সামাল দিয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। হাসপাতাল সুপারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সিউড়ি থানায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সিউড়ির কামালপুরের বাসিন্দা পাপু দলুইকে মৃত অবস্থায় গত বুধবার হাসপাতালে নিয়ে আসা হয়। পদ্ধতি মোতাবেক তার ময়না তদন্তের প্রক্রিয়ার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার দুপুরে সেই ময়না তদন্ত হওয়ার কথা ছিল। কিন্তু মৃত ব্যক্তির পরিজনরা, ময়না তদন্তে অযথা বিলম্ব হচ্ছে এই অভিযোগ তুলে উত্তেজিত হয়ে ওঠে। সময়ের ব্যবধানে উত্তেজনার মাত্রা বাড়ে। এরপরই তারা ওয়ার্ড মাস্টারের অফিসে চড়াও হয়ে ব্যাপক ভাঙচূড় চালিয়েছে  বলে অভিযোগ। হাসপাতালে সেই সময় কর্তব্যরত এক কর্মী জানিয়েছেন, ‘‘ময়না তদন্তের জন্য নির্দিষ্ট কিছু পদ্ধতি, পুলিস রিপোর্ট ইত্যাদি মানতে হয়। তারজন্য সময় তো লাগেই। কিন্তু মৃত ব্যক্তির দেহ নিতে আসা লোকজনেরা সেই বিলম্বকে হেতু করে উত্তেজিত হয়ে ওঠে। ওয়ার্ড মাস্টার অফিসের জানালার কাঁচ ভেঙে দিয়েছে। আমাদেরকেও মারধরে উদ্যত হয়েছিল । পুলিস পরিস্থিতি সামাল দিয়েছেন।’’ অপরদিকে উত্তেজিত জনতা মধ্যে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, ‘‘একদিন ধরে দেহ হাসপাতালে পড়ে রয়েছে। তাই আমরা ময়না তদন্তের প্রক্রিয়ায় গতি আনতে বলেছিলাম। কিন্তু কেউ ভ্রুক্ষেপ করছিল না। সেই থেকেই সকলে ধৈর্য্য হারিয়ে ফেলে।’’ হাসপাতালের সুপার নীলাঞ্জন মন্ডল জানিয়েছেন,‘‘ময়না তদন্তের জন্য নানান পদ্ধতি, নথিপত্র তৈরী করতে হয়। সেই সময়টুকু তো দিতে হবে। অযথা এই ধরনের আচরন করা হয়েছে। অভিযোগ জানানো হয়েছে থানায়।’’

Comments :0

Login to leave a comment