Buffalo Smuggling

৫২টি মহিষ সহ গ্রেপ্তার দুই

জেলা

ফাইল ছবি

পাচারের আগেই ৫২টি মহিষ সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো উত্তরদিনাজপুর জেলার ডালখোলার বাসিন্দা মহম্মদ খাবিন ও উত্তরপ্রদেশের বাসিন্দা খালেক মহম্মদ। শুক্রবার ভোরে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর মুরালিগঞ্জ চেকপোষ্টের সামনে নাকা তল্লাশি চালানোর সময় দুটি কন্টেনার গাড়িকে আটক করে বিধাননগর থানার পুলিশ। কন্টেনার গাড়ি দুটিতে তল্লাশি চালানোর পরেই গাড়ির ভেতর থেকে মহিষগুলি উদ্ধার করা হয়। চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় দুটি গাড়ির চালককেই গ্রেপ্তার করে বিধাননগর থানার পুলিশ। মহিষগুলিকে উদ্ধার করে খোয়ারে পাঠানো হয়েছে। দুটি কন্টেনারে ২৬টি করে মোট ৫২টি মহিষ ছিলো। পুলিশ সুত্রে খবর বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশের দিকে মহিষগুলিকে পাচারের ছক কষেছিলো পাচারকারীরা। এদিন ধৃত দুই জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পাচার চক্রে আরো কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment