রোহিত শর্মা ও বিরাট কোহলির পর অবসর নিলেন রবীন্দ্র জাদেজাও। টি-২০ থেকে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন এই অলরাউন্ডার।
শনিবার, ২৯ জুন, পুরুষদের টি-২০ বিশ্বকাপ ফাইনালের পরই রোহিত ও বিরাট অবসরের ঘোষণা করেন। রবিবার রবীন্দ্র জাদেজা অবসর ঘোষণা করেন সোশাল মিডিয়ায়।
মুখ্যত স্পিনার হিসেবেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন জাদেজা। কিন্তু পরে ব্যাটিংয়েও নির্ভরযোগ্য হয়ে ওঠেন। সেই সঙ্গে অনবদ্য ফিল্ডারও তিনি।
রবীন্দ্র জাদেজা তাঁর পোস্টে লিখেছেন, ‘‘সকলকে কৃতজ্ঞতা জানিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সর্বদা দেশের জন্য সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফর্ম্যাটেও তা করব৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল সত্যি হয়েছে, আমার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের শিখরে পৌঁছেছি। সব স্মৃতি, আনন্দ এবং অটুট সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ।’’
retirement of ravindra jadeja
বিরাট, রোহিতের পর টি-২০ থেকে অবসর জাদেজারও
×
Comments :0