আর জি কর হাসপাতালে ডাক্তারী পড়ুয়াকে ধর্ষণ ও খুনের বিচার চাইতে রবিবার রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হলেন কলেজ ও স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রীরা। প্রতিবাদে সামিল হলেন কলেজ ও স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা। রবিবার সকালে হাওড়া কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন নরসিংহ দত্ত কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। মিছিলে পা মেলান কলেজের বহু প্রাক্তন অধ্যাপক ও শিক্ষা কর্মীরা। এদিন সকালে বালির লালবাবা কলেজের সামনে থেকে বেলুড় রঙ্গলী মল পর্যন্ত প্রতিবাদ মিছিলে অংশ নেন লালবাবা কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা। রবিবার বিকালে তিলোত্তমার বিচার চাইতে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে থেকে প্রতিবাদ মিছিলে অংশ নেন তারাসুন্দরী বালিকা বিদ্যালয়, হাওড়া জেলা স্কুল, যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়, বাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়, হাওড়া বিবেকানন্দ ইন্সটিটিউটশন ও রামকৃষ্ণ শিক্ষালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষকেরা। প্রতিবাদ মিছিল ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। রবিবার সন্ধ্যায় সাঁতরাগাছি মোড় থেকে মন্দিরতলা পর্যন্ত প্রতিবাদ মিছিলে সামিল হয় সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউসন ও ভানুমতী গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।
RG Kar Hospital
বিচার চেয়ে মিছিল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের
×
Comments :0