Road Accident

সরকারি গাড়ি ও টোটোর সংঘর্ষে মন্তেশ্বরে নিহত ২ আহত ২

রাজ্য জেলা

মন্তেশ্বরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল নটা নাগাদ ঘটনাটি ঘটেছে মেমারি-মালডাঙ্গা সড়কের মন্তেশ্বরের জয়রামপুর ব্রিজের কাছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মন্তেশ্বরের দিক থেকে আসা গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা একটি ইন্ডিকা গাড়ি বেপরোয়া গতিতে এসে একটি যাত্রী বোঝায় টোটোতে সজোরে ধাক্কা মারে। তাতে টোটোর চালকসহ চারজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয় মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অপর দুই আহত যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পুলিশ জানিয়েছে আহতরা হলেন নাজমা খাতুন ও আজিজা খাতুন দুজনেই মন্তেশ্বর ব্লক হাসপাতালের স্বাস্থ্য কর্মী। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে টোটো চালক পরেশ রুদ্র(৫৫)’র। তাঁর বাড়ি মন্তেশ্বর হাসপাতালের সন্নিকট। মন্তেশ্বর থানার বাঘাসন গ্রাম পঞ্চায়েতের নবগ্রামের বাসিন্দা উড়িশার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বিশ্বনাথ রায়(৭৯) এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তিনি কুসুমগ্রামে গিয়েছিলেন ব্যাংকের কাজে। টোটোতে ফেরার পথে এই দুর্ঘটনা। গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা ইন্ডিকা গাড়িটি মন্তেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গভমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ির চালক মোবাইলে কথা বলতে বলতে দ্রুত বেগে গাড়ি চালাচ্ছিলেন। মন্তেশ্বর থানার পুলিশ এদিন মৃতদেহ দুটি ময়নাতদন্ত করার জন্য কালনা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃতদেহ দুটির ময়না তদন্ত হয়।

Comments :0

Login to leave a comment