Scrub Typhus

স্ক্রাব টাইফাসে আক্রান্ত দুবরাজপুরে মৃত শিশুর মা

জেলা

দুবরাজপুরে জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা গেছে মৃত শিশুটির নাম অরিত্র মন্ডল(৩)। দুবরাজপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। শিশুর বাবা সোমনাথ মন্ডল জানান,  ছেলের জ্বর হয়েছিল বুধবার সকালে। বেলা যতো বাড়তে থাকে বাড়তে থাকে জ্বরও অচৈতন্য হয়ে পড়ে। প্রথমে শিশুটিকে নিয়ে যাওয়া হয় একটা ওষুধের দোকানের চেম্বারে শিশু চিকিৎসকের কাছে। ওই চিকিৎসকের পরামর্শে নিয়ে যাওয়া হয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় হেতমপুরে একটি বেসরকারি হাসপাতালে্। সবশেষে শিশুটিকে নিয়ে যাওয়া হয় দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা জানান, শিশুটি বেশ কিছুক্ষণ আগেই মারা গেছে।

মৃত অরিত্র মন্ডলের পরিবারের সদস্যারা জানান জ্বর,  বমি, পায়খানা ও মাথাব্যাথা ছিল। চিকিৎসার জন্য একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরিত্রকে কিন্তু শেষ রক্ষা হয় নি। অরিত্রের মা ও দাদা জ্বরে আক্রান্ত বলে জানা গিয়েছে। জ্বরে আক্রান্ত রয়েছেন এলাকায় বেশ কয়েকজন। খবর প্রচার হতেই জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুক্রবার একটি মেডিকেল টিম পাঠানো হয়। তারা মৃত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। অরিত্রের মা ও দাদার রক্তের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। পাশাপাশি এলাকার আটজনের রক্তের নমুনা  সংগ্রহ করা হয়।

কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। জমা জলেই জন্ম নিচ্ছে মশার লার্ভা। সিউড়ি,  দুবরাজপুর সহ জেলার বেশ কয়েকটি এলাকায় ডেঙ্গু মশার লার্ভার সন্ধান মিলছে। জমা ড্রেনের জলে বিভিন্ন ধরনের মশার লার্ভা মিলেছে। দুবরাজপুরে জ্বরে শিশুর মৃত্যু নিয়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে।

যদিও এই শিশুর মৃত্যু ডেঙ্গুতে  তা মানতে রাজি নন স্বাস্থ্য আধিকারিকরা। বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানিয়েছেন,  চলতি বছর জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত প্রায় ৫৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

বীরভূম স্বাস্থ্যজেলার ডেপুটি সিএমওএইচ মৃণালকান্তি ঘোষ বলেন,  গত দুই সপ্তাহে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তবে স্ক্রাব টাইফাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন থেকেই সতর্ক হতে হবে।

জানা গেছে দুবরাজপুর যে শিশুর মৃত্যু হয়েছে তার মা চৈতালি মন্ডলের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় তিনি স্ক্রাব টাইফাসে আক্রান্ত। এছাড়াও ওই এলাকায় কার্তিক বাদ্যকর নামেও এক ব্যক্তি স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন।

Comments :0

Login to leave a comment