Doctor's protest

এবার অনশনে সিনিয়ার চিকিৎসকরাও

রাজ্য

জুনিয়ার চিকিৎসকদের পাশাপাশি এবার অনশনে বসতে চলেছেন সিনিয়ার চিকিৎসকরাও। রবিবার জয়েন্ট প্ল্যাটফর্ম ওফ ডক্টর্সের পক্ষ থেকে জানানো হয়েছে তারাও এবার অনশন কর্মসূচি শুরু করবেন। তবে কবে কোথায় তারা অনশনে বসবেন তা এখনও জানানো হয়নি।

এদিন জয়নগরের নির্যাতীতার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন সিনিয়ার এবং জুনিয়ার চিকিৎসকরা।
শনিবার রাত থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন কেউ অসুস্থ হয়ে পড়লে সরকার দায়ী থাকবে। তাঁরা মূলত ১০ দফা দাবি নিয়ে অবস্থানে বসেছেন।
ঘন্টার কাঁটা ক্রমশ এগিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা থেকে শনিবার রাত সাড়ে আটটা পর্যন্ত  সময় গুনেছেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে দেওয়া সময়সীমা কেটে গিয়েছে। দাবি মানা তো দূরের কথা, পুলিশের উচ্চপর্যায়ের এক আধিকারিককে একবার পাঠানো আর পুলিশের পক্ষ থেকে মেইল করা ছাড়া আর কোনো উদ্যোগ বা সৌজন্য দেখায়নি রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের ঘোষণা ছিল, অভয়া’ ন্যায় বিচার সহ যদি তাঁদের দাবিগুলি না মানা হয় তাহলে ডোরিনা ক্রসিং-এর অবস্থান মঞ্চেই আমরণ অনশনে বসবেন তাঁরা। শেষ পর্যন্ত সেই অনশনের সিদ্ধান্তই বহাল।

Comments :0

Login to leave a comment