Bangla Gan Utsav

বাংলা গান উৎসব শিলিগুড়িতে

জেলা

Bangla Gan Utsav

‘বাংলা গানকে ভালোবেসে বাংলা গান উৎসবে আসুন, বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন’ এই আহ্বান জানিয়ে ১৫ তম বর্ষ ‘বাংলা গান উৎসব ২০২২’ অনুষ্ঠিত হতে চলেছে। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্টস্‌ ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে বাংলা গান উৎসব কমিটির পক্ষ থেকে এখবর জানানো হয়। প্রধাননগরের সিস্টার নিবেদিতা অডিটোরিয়ামে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর তিনদিন ধরে চলবে বাংলা গান উৎসব। অন্যান্য বছরের ন্যায় এবছরও উৎসবে প্রবেশ অবাধ থাকছে। প্রতিদিন সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলা গান উৎসব কমিটির পক্ষে মলয় করঞ্জাই, মুকুল সেনগুপ্ত, বিমান ভট্টাচার্য প্রমুখ। 


শিলিগুড়ি শহরের অন্যতম সুন্দর আয়োজন এই বাংলা গান উৎসবে উত্তরবঙ্গের উদীয়মান শিল্পীরা তাঁদের যোগ্য সম্মান জানিয়ে প্রতিষ্ঠিত শিল্পীদের সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাঁদের প্রতিভার স্বাক্ষর রাখবেন। সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীরা বিভিন্ন দিনে তাঁদের অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবেন। বাংলা গান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়, ক্যাকটাসের সিধু, দেবারতি দাশগুপ্ত সরকার, স্বাক্ষর বসু, সুমনা চক্রবর্তী অন্যান্য সঙ্গীতশিল্পীরা।

    
উল্লেখ্য প্রথম বর্ষ বাংলা গান উৎসবের উদ্বোধন হয়েছিলো বাংলার উজ্জ্বলতম নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাত ধরে। এছাড়াও বিভিন্ন বছর বাংলা গান উৎসবে উপস্থিত থেকেছেন সনৎ সিংহ, ইন্দ্রানী সেন, শ্রাবনী সেন, শ্রীকান্ত আচার্য্য, ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দোপাধ্যায়, নির্মলা মিশ্র, রাঘব চট্টোপাধ্যায়, স্বপন বসু, মনোময় ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, তুলিকা চক্রবর্তী, সৈকৎ মিত্র, স্বাক্ষর বসু, নচিকেতা চক্রবর্তী, শুভমিতা ব্যানার্জি, পর্নাভ সহ বহু বিশিষ্ট বাংলার স্বনামধন্য শিল্পীরা। এছাড়াও ভূমি বা দোহার মতো সুবিখ্যাত বাংলা ব্যান্ড তথা শান্তিনিকেতনের বাউল বা উত্তরবঙ্গের প্রানের সঙ্গীত ভাওয়াইয়া শিল্পীরাও বাংলা গান উৎসবের মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন।
 

Comments :0

Login to leave a comment